Header Ads

HSC ICT First Chapter Short Answer



ইউরেনাস টিচিং হোম
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন
তথ্য প্রযুক্তি : তথ্য আহরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ বিতরণের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া ব্যবস্থাকে তথ্য প্ৰযুক্তি বলা হয়
যোগাযোগ প্রযুক্তি :  কোনো ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে অথবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তর অথবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে স্থানান্তরের প্রক্রিয়াকেই ডেটা কমিউনিকেশন বলে আর ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলা হয়
তথ্য যোগাযোগ প্রযুক্তি: যেকোনো প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিচ্ছুরণে ব্যবহৃত সকল ইলেকট্রনিক প্রযুক্তিকে তথ্যযোগাযোগ প্রযুক্তি বলে
বিশ্বগ্রাম: বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে গ্রোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলে
GPS : স্যাটেলাইট থেকে প্রতিনিয়ত তথ্য গ্রহণ করে সারে পাঠিয়ে দেয়। ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের সুবিধামতো কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে তাদের প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিতে পারে।
টেলিকনফারেন্সিং : দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে টেলিকমিউনিকেশন ব্যবস্থায় তথ্য আদান-প্রদানকে টেলিকনফাৱেন্সিং বলে। তাছাড়া টেলিযোগাযোগের মাধ্যমে সভা-সমাবেশ রাকে টেলিকনফারেন্সিং বলা যায়।
কর্মসংস্থান : কর্মসংস্থান অর্থ হলো কর্ম সংগ্রহ বা চাকরির যোগান। দৈনিক বা সাপ্তাহিক বা মাসিক বা চুক্তি ভিত্তিতে পারিশ্রমিকের (মজুরি বা বেতন বা সম্মানী) বিনিময়ে নিয়মিত কাজ করার দায়িকে বা কাজ বা চাকরি বলে। আর এই চাকরি সংগ্রহ বা ব্যবস্থা করাকে কর্মসংস্থান বলা হয়।
আউটসোর্সিং : ইন্টারনেটের মাধ্যমে নির্দিষ্ট সময়ে অর্থের বিনিময়ে দেশে বা বিদেশের কোনো নির্দিষ্ট কাজ অন্যকে দিয়ে করিয়ে নেওয়ার পদ্ধতিকে আড়টসোর্সিং বলে।
ভার্চুয়াল রিয়েলিটি : সংবেদনশীল গ্রাফিক্স তৈরির মাধ্যমে বাস্তবের ত্রিমাত্রিক অবস্থাকে কম্পিউটারের মাধ্যমে উপস্থাপন 'অনুধাবন করা হলো, 'ভার্চুয়াল রিয়েলিটি।
কৃত্রিম বুদ্ধিমত্তা : বুদ্ধিমত্রা হলো চিন্তা করার ঝিশৰ ক্ষমতা, যা প্রাণীর আছে কিন্তু জড়বস্তুর নেই। তবে বিজ্ঞানিরা দীর্র্ প্রচেষ্টার মাধ্যমে যন্ত্রের মধ্যে চিন্তা করার ক্ষমতা প্রদান করতে সফল হয়েছেন। এটিই মূলত আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা।

রোবট: রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব যা মানুষের অনেক দুঃসাধ্য কঠিন কাজ করতে পারে। যে যন্ত্র বা কাঠামো নির্দিষ্ট কাজ করতে সক্ষম তাই রোবট।
ক্রায়োসার্জারি : খুব শীতলীকরণ তরল পদার্থ প্রয়োগের মাধ্যমে শরীরের অসুস্থ বা অস্বাভাবিক টিস্যুকে ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে ক্রায়োসার্জারি বলে।
বায়োমেট্রিক্স : বায়ামেট্রিক্স মানুষের আচরণগত বৈশিষ্ট্য চিহ্নিত করে। এটা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে প্রবেশ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। সাধারণত জীববিদ্যার তথ্য নিয়ে যে বিজ্ঞান কাজ করে তাই বায়োমেট্রিক্স
বায়োইনফরমেটিক্স : এটি এমন এক প্রযুক্তি যা সংলিত গণিত, 'তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃএিম বুদ্ধিমত্তা, সাধন এবং জৈব রসায়ন বিহার করে জীবিঞ্জানের সমস্যাসমূহ সমাধান করা হয়।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং : জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জীবজগৎ নতুন বৈশিষ্ট্য পেয়ে থাকে। এক কোষ থেকে সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোষে স্থাপন কর্মক্ষম করার ক্ষমতা হলো জনেটিক ইঞ্জিনিয়ারিং।
ন্যানোটেকনোলজি: ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়। ন্যানোটেকনোলজি পদার্থকে আনবিক পর্যায়ে পরিবর্তন নিয়ন্ত্রণ করার বিদ্যা। সাধারণত ন্যানো প্রযুক্তি এমন সব কাঠামো নিয়ে কাজ করে যা অন্তত একটি মাত্রায় 100 ন্যানোমিটার থেকে ছোট
ষ্প্যাপ : -মেইল একাউন্টে অজানা, অপ্রয়োজনীয়, বিরক্তিকর কিছু -মেইল পাওয়া যায়, যাকে স্প্যাম বলে। অবাঞ্চিত - মেইল প্রেরণ করাকে ষ্প্যামি বলা হয়। তার এর সাথে সংশ্লিষ্টকে স্প্যামার বলে।
হ্যাকিং : সাধারণত অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা অথবা কোনো কম্পিউটারকে তার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াকে হ্যাকিং বলে। যে হ্যাকিং করে তাকে হ্যাকার বলে।
সফটওয়্যার পাইরেসি : সফটওয়্যার পাইরেসি বলতে প্রস্তুতকারীর বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা, নিজের নামে বিতরণ করা কিংবা কোনো প্রকার পরিবর্তনের মাধ্যমে নিজের বলে চালিয়ে দেওয়া ইত্যাদি কার্যক্রমকে সফটওয়্যার পাইরেসি বলে।
প্লেজিয়ারিজম : ইন্টারনেট থেকে প্রাপ্ত কোন তথ্য বা গবেষণার অংশ বা অনুলিপি ডাউনলোড করা বা সূত্র/উৎস্য উল্লেখ না করে। ব্যবহার করা হলো প্লেলিয়ারিজম
মোবাইল ফোন : মোবাইল ফোন হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা বেস স্টেশনের একটি সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে ফুল ডুপেক্স দ্বিমুখী রেডিও টেলিকমিউনিকেসনকে ব্যবহার করে থাকে। এ ফোন কে মোবাইল, সেলুলার ফোন, সেলফোন নামেও ডাকা হয়।
সাইবারক্রাইম : সাইবার ক্রাইম বলতে ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল ক্রাইম সংঘটিত হয় তাকে সাইবার ইম বলা হয়
VIRUS ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ এবং নিজস্ব সংখ্যা বৃদ্ধি করার প্রোগ্রাম এই প্রোগ্রাম কম্পিউটারে প্রবেশ করে কম্পিউটারের রিসোর্সসমূহ নষ্ট করে দেয় VIRUS এর পূর্ণ নাম হলো Vital Information Resources Under Seize অর্থাৎ গুরুত্বপূর্ণ সম্পদসমূহ বাজেয়াপ্ত করা - হয়েছে
-কমার্স  : E-Commerce বা Electronic Commerce হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে যে ব্যবসা-বাণিজ্য সংঘটিত হয় -কমার্স একটি আধুনিক ব্যবসা পদ্ধতি
-লার্নিং বা ডিসটেন্স লার্নিং : বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ক্লাসে উপস্থিত না হয়ে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে অনলাইনের মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থাকে  -ইডুকেশন বা -লার্নিং বা ডিসটেন্স লার্নিং বলা হয়
টেলিমেডিসিন : টেলিকমিউনিকেশন তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে দূরবর্তী স্থানে অবস্থানরত কোনো  রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাস্থ্যসেবা দেয়াকে টেলিমেডিসিন বলা হয়
অ্যাকচুয়েটর : যে ডিভাইসের সাহায্যে রোবটকে বামে-ডানে, সামনে-পিছনে সরাতে পারে এবং ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে রূপান্তর করতে পারে তাকে অ্যাকচুয়েটর বলে যেমন: ডিসি মোটর!
সফ্টওয়্যার পাইরেসি : সফ্টওয়্যার পাইরেসি বলতে প্রস্তুতকারীর বিনা অনুমতিতে সফ্টওয়্যার কপি করা, ব্যবহার করা, | নিজের নামে বিক্রি করা ইত্যাদি কার্যক্রমকে বুঝায়
রিকম্বিনেন্ট DNA : নির্বাচিত DNA কে কর্তনকৃত প্লাসমিডে প্রবেশ করানো হয় লাইগেজ এনজাইমের মাধ্যমে এবং এই নতুন DNA কে বলা হয় রিকম্বিনেন্ট DNA
ARPANET :  প্রথমে ইন্টারনেটের কার্যক্রম শুরু হয় ARPANET দিয়ে ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা -বিভাগে। এর পূর্ণনাম হলো Advanced Research Projects Agency Network
 MRP : Manufacturing Requirements Planning (MRP) সফ্টওয়্যার ব্যবহার করে পণ্যের উৎপাদন | নিয়ন্ত্রণ করা হয়। কী পরিমাণ পণ্য উৎপাদন করতে হবে, তার জন্য কী পরিমাণ কাঁচামাল প্রয়োজন তা নির্ণয়ের জন্য MRP ব্যবহার করা যায়
PLC : যন্ত্রপাতিগুলো স্বয়ংক্রিয় করার জন্য Programable Logic Controller (PLC) ব্যবহৃত হয় যা সফ্টওয়্যারের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয় এবং সেই মোতাবেক কাজ করে
স্মার্ট হোম : যে প্রযুক্তি নির্ভর ঘর তথ্য যোহাযোহ প্রযুক্তি ব্যবহার করে বিশ্বগ্রামের বিভিন্ন সুবিধা যেমন: ভার্চুয়াল অফিস, -লার্নিং, টেলিমেডিসিন সার্ভিস, ভিডিও কনফারেন্সিং, অনলাইন ব্যাংকিং, বাসাবাড়ির  সিকিউরিটি, দেশ-বিদেশের খবর সংগ্রহ, বিনোদন, কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে গৃহস্থালীর কাজ করা যায় তাকে স্মার্ট হোম বলে
-মেইল : -মেইল হলো আধুনিক ডাক ব্যবস্থা যা হার্ডওয়্যার সফ্টওয়্যারের সমন্বয়ে তৈরি, যার সাহায্যে খুব দ্রুত এবং অল্প সময়ে চিঠিপত্র, অন্যান্য ডকুমেন্ট নির্ভুলভাবে গন্তব্যস্থানে পৌঁছানো যায়
ইন্টারনেট : ইন্টারনেট হলো একটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (ওয়ান) যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে -মেইল আদান প্রদান, তথ্য সংগ্রহ, ফাইল ডাউনলোড, অনলাইন শপিং ইত্যাদি করা যায় -গভর্নান্স কী ?
-গভর্নান্স (E-governence) এর পুরো নাম হলো- ইলেকট্রনিক গভর্নান্স (Electronic | Governence) ইহা এমন একটি পদ্ধতি বা ব্যবস্থা যা সরকারের কর্মকান্ড ইলেকট্রনিক বা ডিজিটাইজড আকারে  রুপান্তরিত করে এবং জনগণের সাথে সরকারের সরাসরি যোগসূত্র স্থাপন করে
ডিজিটাল কনভারজেন্স : ডিজিটাল কনভারজেন্স হলো বিভিন্ন প্রযুক্তিকে মিলিত করে একটি মাধ্যমে একীভূত করা এবং কার্যকরভাবে পরিচালনা করা
ফ্রিল্যান্সিং : যারা আউটসোর্সিংয়ের কাজ করেন তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয় আউটসোর্সিংকে উন্মুক্ত পেশা বা ফ্রিল্যান্সিং বলা হয়
ভার্চুয়াল অফিস : ইন্টারনেটের মাধ্যমে অফিসে না গিয়ে নিজ অবস্থানে অর্থাৎ যে কোনো জায়গায় বসে যে কোনো সময়ে অফিসের কাজকর্ম সম্পন্ন করাকে ভাচুয়াল অফিস বলা হয়
এক্সপার্ট সিস্টেম : এক্সপার্ট সিস্টেম এমন একটি সফটওয়্যার যা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভর করে জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে
ব্লগ : ব্লগ হচ্ছে এক ধরনের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা যিনি ব্লগে লেখালেখি করেন তাকে ব্লগার বলেবেশির ভাগ ব্লগই কোনো একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কিত ধারাবিবরণী বা খবর জানায়
 -এডুকেশন : ইলেকট্রনিক ব্যবস্থায় বা অনলাইনের শিক্ষা লাভ শিক্ষা কার্যক্রম পরিচালনা করাকে -এডুকেশন বলা হয়


No comments

Powered by Blogger.