Header Ads

অ-এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ লেখ।



উত্তর : ' ধ্বনির উচ্চারণ -এর মতো হলে তাকে -এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে এতে চোয়াল বেশি ফাক হয়, ঠোট তেমন বাঁকা বা গোল হয় না যেমন- অমর, কলম, কথা, সরল, দখল ইত্যাদি
নিচে' ধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ দেওয়া হলো :
ক.শব্দের দ্বিতীয় স্বর- “', ‘’, ‘হলে ''-এর উচ্চারণ স্বাভাবিক। হয়। যেমন- অন্ন, অর্ধ, অক্ষর, কলম, অমল ইত্যাদি।
খ.' বা 'সম' উপসর্গযুক্ত আদি -ধ্বনি স্বাভাবিক হয়। যেমন সস্নেহ, সহাস্য, সজীব, সবল, সবিনয় ইত্যাদি।
গ.নাঅর্থে '' বা 'অন থাকলে -ধ্বনি স্বাভাবিক বা বিবৃত হয় যেমন-- অমূল্য, অমৃত, অস্থির, অনিয়ম, অনাগত ইত্যাদি। ,
ঘ.' এর নিজস্ব উচ্চারণ স্বাভাবিক বা বিবৃত হয়। যেমন- 'জল, সরল, দখল, কথা ইত্যাদি।
ঙ.' স্বরধ্বনিযুক্ত একাক্ষর (Sylleble) শব্দের -এর উচ্চারণ স্বাভাবিক। যেমননদৃ, টব, , দম্, ইত্যাদি

No comments

Powered by Blogger.