English Spoken Part -1
Let-নিজেও কর অন্যকে করতে দাও Structure:
Verb+let+Verb
Example
(1)Learn let learn- নিজে শিখুন অন্যকে শিখতে দিন।
(2) Live let live - নিজে বাঁচুন এবং অন্যকে বাচতে দিন।
(3) Eat let eat- নিজে খাও অপরকে খেতে দাও।
(4) Win let win- নিজে জিতো অপরকে জিততে দাও ।
(5) Go let go - নিজে যাও অন্যকে যেতে দাও।
(6) Do
let do - নিজে করো এবং অন্যকে করতে দাও।
(7) Read
let read - নিজে পড় এবং অন্যকে পড়তে দাও।
(8) Play
let play.- নিজে খেলো অন্যকে খেলতে দাও।
(9) Earn
let earn - নিজে উপার্জন করো অন্যকেও উপার্জন করতে দাও।
(10) Work
let work.- নিজে কাজ করো এবং অন্যকে কাজ করতে দাও।
(11) Achieve
let achieve.- নিজে অর্জন করো এবং অন্যকেও অর্জন করতে দাও।
No comments