Header Ads

HSC ENGLISH FIRST PAPER SEEN PASSAGE AS A CHILD

 


As a child you must have been told to greet your elders and visitors to your home according to your culture and tradition.( শিশু হিসেবে তোমাকে তোমাদের সংস্কৃতি ঐতিহ্য অনুসারে অবশ্যই বড়োদের তোমাদের বাড়িতে আগত অতিথিদের অভিবাদন জানাতে বলা হয়েছে )You must also have been taught to be polite in company and keep quiet while others, especially your elders, spoke.( তোমাকে অবশ্যই আরো শেখানো হয়েছে লোকজনের সামনে নম্র থাকতে এবং যখন অন্যরা বিশেষকরে বড়োরা কথা বলে তখন চুপ থাকতে ) Possibly, you at times grudged such schooling.( খুব সম্ভবত, তুমি মাঝেমাঝে ধরনের শিক্ষায় অসন্তুষ্ট হয়েছ।) Possibly, at times you even protested such disciplining.( সম্ভবত, কখনো কখনো তুমি ধরনের নিয়মানুবর্তিতার এমনকী প্রতিবাদও করেছ ) Now, certainly you know that you can't always behave the way you want specially in the presence of others.( এখন তুমি নিশ্চয়ই জান যে বিশেষকরে অন্যদের উপস্থিতিতে তুমি যেভাবে চাও সেভাবে তুমি সব সময় আচরণ করতে পার না ) There are rules of behavior you have to follow in a company. (লোকজনের সামনে আচরণের নিয়ম আছে যেগুলো তোমাকে অনুসরণ করতে হবে ) We are social beings and have to consider the effect of our behaviour on others, even if we are at home and dealing with our family members. (আমরা সামাজিক জীব এবং অন্যদের উপর আমাদের আচরণের প্রভাবকে বিবেচনা করতেই হবে, এমনকী তখনো যখন আমরা বাড়িতে থাকি এবং আমাদের পরিবারের সদস্যদের সাথে আচরণ করি ) We have two terms to describe our social behaviour -'etiquette' and 'manners.('আমাদের সামাজিক আচরণ বর্ণনার ক্ষেত্রে আমাদের দুটি কথা রয়েছে শিষ্টাচার নৈতিক আচরণ ) 'Etiquette' is a French word and it means the rules of correct behaviour in society. (Etiquette একটি ফরাসি শব্দ এবং এর দ্বারা সমাজে সঠিক আচরণের নিয়ম বুঝায়) The word 'manners' means the behaviour that is considered to be polite in a particular society or culture.( ব্যবহার বলতে বুঝায় আচরণ যা একটি নির্দিষ্ট সমাজ বা সংস্কৃতিতে নম্র হওয়া বিবেচিত হয়) Manners can be good or bad.( আচরণ ভালো অথবা খারাপ হতে পারে)  For example it is a bad manner to speak with food in one's mouth. (উদারহণস্বরূপ: মুখে খাবার নিয়ে কথা বলা একটি খারাপ আচরণ ) No one likes a bad mannered person. (কেউ খারাপ আচরণের মানুষ পছন্দ করে না) Remember that etiquette and manners vary from culture to culture and from society to society. (মনে রেখো, আদবকায়দা আচরণ, এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে এবং এক সমাজ থেকে অন্য সমাজে পরিবর্তন হয়।) We learn etiquette and manners from our parents, families and various institutions, such as schools, colleges or professional bodies.( ' আমরা শিষ্টাচার আচরণ শিখি আমাদের পিতামাতা, পরিবার বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন বিদ্যালয়, কলেজ বা পেশাদারী প্রতিষ্ঠান থেকে।) There are rules of behaviour for all kinds of social occasions and it is important to learn them and practise them in everyday life.( সব ধরনের সামাজিক উপলক্ষ্যের জন্য আচরণের নিয়মনীতি রয়েছে এবং এগুলো শিক্ষা নেওয়া এবং দৈনন্দিন জীবনে সেসব চর্চা করা গুরুত্বপূর্ণ )The manners that are correct in a wedding reception will not do in a debating club.( একটি বিয়ের সংবর্ধনায় যেসব আচরণ সঠিক একটি বিতর্ক ক্লাবে সেগুলো সঠিক নয়)Therefore, we have to be careful about etiquette and manners. (তাই, আমাদের আদবকায়দা অভ্যাস সম্পর্কে সচেতন হতেই হবে) We know how important it is to say 'please' and 'thank you' in everyday life. (আমরা জানি, দৈনন্দিন জীবনেঅনুগ্রহ করুনআপনাকে ধন্যবাদ' বলা কতটা গুরুত্বপূর্ণ।) A few more polite expressions such as 'pardon me,' 'excuse me,' 'may I,' are bound to make your day smooth and pleasant. (আরো কিছু স্র অভিব্যক্তি যেমন- ‘আমাকে মার্জনা করুন’, ‘আমাকে ক্ষমা করুন, আমি কি পারি, তোমার দিনকে স্বচ্ছন্দ আনন্দদায়ক করবে।)

Some infinitive verbs: agree, appear, arrange, claim, consent, decide, demand, deserve, expect, fail, forget, hesitate, hope, intend, learn, manage, mean, need, offer, plan, prepare, pretend, promise, refuse, seem, tend, threaten, wait, want.

Some Gerund verbs: admit, appreciate, avoid, finish, keep, mention, miss, postpone, complete, consider, delay, practice, quit, recall, recommend, regret, deny, discuss, enjoy, risk, stop, suggest, tolerate, understand.

verb +object+ infinitive verbs: Allow, ask, beg, convince, expect, invite, order, permit, persuade,

prepare, remind, urge, want, instruct, promise.

Both infinitive and gerund: begin, can not stand, continue, dread, hate, stand, love, prefer, regret, like, try, start.

Linking verb: be, become, appear, remain, seem, stay, sound, look, smell, taste, feel.

Double object: give, ask, offer, buy, send, write, promise, hand, show, pass, refuse, choose, lend, bring, teach, find, pay, do, explain, throw, tell, wish, suggest.

Without passive: consist, apologise, complain, awake, condole, complete, die, consent, appeal, arrive, coincide, atone, belong, go, appear, depend, come, occur, disappear.

Causative verb: have, help, make, get, let.

That verbs: advise, agree, arrange, ask, beg, command, decide, demand, determine, insist, order, propose, recommend, request, urge.

 

 

 

 

 

 

 

 

 

1

Etiquette(n)ইটিকুয়েট

আদব কায়দা

Manner, custom

uncivility

 

2

Manner(n) ম্যানার

নৈতিক আচরণ

Etiquette

crudeness

 

3

Visitor(n) ভিজিটর

পরিদর্শক

tourist

host

 

4

Especially (adv) এসপেসিয়ালি

বিষেশভাবে

particularly

normally

 

5

Gurdge(v)গার্জ

কোন কিছু মেনে না নেওয়া

resent

like accept

 

6

Possible(adj) পসিবল

যথাসম্ভব

Perhaps, probably

Definitely, certainly

 

7

Behave(v) বিহ্যাব

আচরণ করা

Act, perform

misbehave

 

8

Consider(v) কনসিডার

বিবেচনা করা

regard

disregard

 

9

Correct (adj) (v) কারেক্ট

সঠিক

Right, accurate

incorrect

 

10

Practise(n) (v) প্রাকটিজ

অনুশীলন করা

Exercise, perform

refrain

 

11

Expression(n) একসপ্রেশন

প্রকাশ

statement

denial

 

12

Dignity ডিগনিটি

মর্যাদা

Self respect, honour

Shame, humiliation

 

13

Subservience(n) সাবসারভিয়েন্স

দাস্য বশ্যতা

obedience

disobedience

 

14

Ignorance(n) ইগনরেন্স

অজ্ঞতা

unawareness

knowledge

 

15

Civilized(adj) সিভিলাইসড

সভ্য

urbane

uncivilized

 

16

Tradition(n) ট্রাডিশন

প্রথা

convention

revial

 

17

Pleasant(adj) প্লেজেন্ট

মনোরম

joyful

unpleasant

 

18

Yell(v) ইয়েল

চিৎকার করা

Scream, shout

Pacify, lull

 

19

Describe (v) ডিসক্রাইব

ব্যাখ্যা করা

explain, narrate

 

 

20

Pardon (v) পারডন

ক্ষমা করা

acquit, remit

 

21

Smooth (adj) স্মুথ

মসৃন

glossy

difficult

22

Company (n) কমপানি

 একদল লোক

A group of people

individual

23

Schooling (n)  স্কুলইং

প্রশিক্ষণ দেওয়া

To train sm/sth

unskilled

24

Greet (v) গ্রিট

অভিবাধন জানানো

congratulate

Ignore, shun

"Wh" word with meaning

1. What কী (বিষয়, বস্তু, ঘটনা জানতে চাইলে)

2. What time কখন?

3. What day কী বার?

4. What colour কোন রং?

5. Why কেন?

6. Who কে কারা?

7. Where কোথায়?

. Whence কোথেকে?

9. When কখন?

10. Which কোনটি?

11. Which day কী বার?

12. Which one কোনটি?

13. Which type of কোন ধরনের?

14. Whom কাকে?

15. How কীভাবে কেমন?

16. How much কতটুকু?

17. How many কতগুলো?

18. How many times কতবার?

19. How long কতক্ষণ?

20. How much tirnes কতক্ষণ?

21. How far কতদূর?

22. How many days/weeks/years কতদিন/সপ্তাহ/বছর?

23. How often কখন কখন/কবে কবে?

24. What type of/sort of/kind of কী/কোন রকমের/ধরনের? (চরিত্র/বৈশিষ্ট্য)

No comments

Powered by Blogger.