Header Ads

I DIED FOR BEAUTY WITH BANGLA MEANING



I DIED FOR BEAUTY Emily Dickinson
সৌন্দর্যের জন্য আমি মৃত্যুবরণ করেছিলামইমিলি ডিকেনসন

I died for beauty, but was scarce
সৌন্দর্যের জন্য আমি মৃত্যুবরণ করেছিলাম, কিন্তু আতঙ্ক ছিল

Adjusted in the tomb,
কবরে মানিয়ে নিতে,

When one who died for truth was lain
যখন একজন যে সত্যের জন্য মারা গিয়েছিল শায়িত ছিল

In an adjoining room.
পাশের কক্ষে

He questioned softly why I failed?
সে কোমলভাবে জিজ্ঞেস করেছিল কেন আমি ব্যর্থ হলাম?

'For beauty,' I replied.
সুন্দরের জন্য আমি জবাব দিয়েছিলাম

'And I for truth - the two are one;
এবং আমি সত্যের জন্য - দুই- এক;

We brethren are,' he said.
আমরা দুজনে ভাই’, সে বলেছিল

And so, as kinsmen met a-night,
এবং তেমন, আত্মীয় হিসাবে এক রাতে সাক্ষাৎ করেছিলাম,

We talked between the rooms,
আমরা কথা বলছিলাম দুই কক্ষ থেকে

Until the moss had reached our lips,
যতক্ষণ আমাদের ঠোঁটে শেওলা না পৌছালো

And covered up our names.
আর আমাদের নামগুলো ঢেকে দিল

Theme: High ideals of life are of little use once we are dead. To a living person, it does not matter what they died for, the mere fact that they have died is all that is what is important. A person who has died will be remembered for a short while, but eventually all is forgotten. (58 words)
মরে গেলে বড়ো বড়ো আদর্শ গুলো  কোন কাজজই আসে না। কীসের পিছনে ছুটে প্রাণপাত করলো, একজন জীবন্ত মানুষের কাছে সেটির কোনই গুরুত্ব নেই, শেষ কথা হল সে মারা গেছে। মরে যাওয়া মানুষ কে অল্পসময়েই মনে রাখা হয় কিন্তু অবশেষে সবাই বিস্তৃত হয়।


3 comments:

  1. Error in translation - Scarce means "barely" not "fear"

    ReplyDelete
  2. Your translate is good but not better.
    Don't mind, try your best.

    ReplyDelete

Powered by Blogger.