Header Ads

Some Necessary Translations



Some Necessary Translation
1.আমারা নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি চাই- We want to get rid of the curse of illiteracy.
2.রাঙ্গামাটির দৃশ্যাবলী কি সুন্দর!- How beautiful the scenery of Rangamati is!
3.মধু মধু খায়- Modhu licks honey.
4.দুই একদিনের মধ্যে পরীক্ষা শুরু হবে- The examination will start in a day or two.
5.দয়া করে আমাকে একদিনের জন্য বইটা ধার দিন- Please lend me the book for a day.
6.তাজ মহলের সৌন্দর্য বর্ণনাতীত- The beauty of the Tajmahal beggars description.
7.কক্সবাজারের দৃশ্যাবলী কত মনোরম!- The scenery of Cox's Bazaar is very charming.
8.গত বুধবার হতে তিনি অসুস্থ আছেন- He has been ill since Wednesday last.
9.তুমি কতগুলি আম কিনেছ?- How many mangoes have you bought?
10.তুমি কি এক কাপ চা খাবে?- Will you take a cup of tea?
11.সে কি এবার পরীক্ষা দিবে?-- Will he sit for the examination this year?
12.তোমার কি লিখবার কলম নাই?- Do you have no pen to write with?
13.তিনি অতি কষ্টে তার সংসার চালান- He maintains his family in great hardship.
14.বইটি আদ্যপান্ত পড়- Read the book from first to last.
15.এভারেস্ট হিমালয়ের সর্বোচ্চ চূড়া- Everest is the highest peak of the Himalayas.
16.তার কথায় আমি না হেসে পারলাম না- I could not but laugh at his word.
17.গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে- The cow lives on grass.
18.বাংলাদেশ চিরকাল স্থায়ী হউক- May Bangladesh live forever.
19.আমি কাজটি শেষ করে বাড়ি যাব- I shall go home after finishing the work.
20.ঘুমন্ত কুকুরটিকে ঘুমাতে দাও- Let the sleeping dog sleep.
21.মধু খেতে মিষ্টি- Honey tastes sweet.
22.আমার সাথে তার বাক্যালাপ নেই- I have no speaking terms with him.
23.গল্পটি আমি সংক্ষেপে বললাম- I told the story in a nutshell.
24.আমরা বিজ্ঞানের যুগে বাস করি- We live in the age of science.
25.সূর্যাস্ত দেখতে কি সুন্দর!- How beautiful the sun set is!
26.ডাক্তার রোগীটির নাড়ি দেখলেন- The doctor felt the pulse of the patient.
27.রোগীটির মরমর অবস্থা- The patient is about to die.
28.লোকটির মাথা খারাপ হয়েছে- The man has gone mad.
29.অলসেরা পরিণামে দুঃখ ভোগ করে- The idle suffer in the long run.
30.স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার- Freedom is the birth right of man.
31.টিপ টিপ করে বৃষ্টি পড়ছে- It is pattering. .
32.কেউ চিরকাল সুখে থাকে না- No one lives in constant happiness.
33.সূর্য আমাদিগকে গরম রাখে- The sun keeps us warm.
34তিনি বইখানা ছাপিয়ে নিয়েছিলেন- He got the book printed.
35.আমি আশা করি সে কৃতকার্য হবে- I hope that he will succeed.
36.আল্লাহ আমাদের সাথে থাকুন- May Allah be with us.
37.আমি যদি তার নামটা জানতাম !- I wish I knew his name.
28.সে টাকা বানাতে চায়- He desires to make money.
29.তার আজ রংপুর যাওয়ার কথা- He is to go to Rangpur today.
30.আজকে আমার বাড়িতে তোমার খাওয়ার কথা ছিল- You were to eat at my house today.
31.ঘুমন্ত শৃগাল মুরগি ধরতে পারে না- A sleeping fox catches no hen.
32.সুষম খাদ্য খেয়ে তুমি ভালভাবে বাঁচতে পার- By eating a balanced diet you can live well.
33.কালকের চেয়ে আজ বেশি গরম- It is much hotter today than yesterday.
34.আমি শীঘ্রই তোমাকে চিঠি লিখব- I will write to you shortly.
35.সে এখানে দশ দিন পর পর আসে- He comes here after every ten days.

No comments

Powered by Blogger.