Header Ads

এইচ এস সি বাংলা ব্যাকরণ ণ-ত্ব বিধান



1.ণ-ত্ব বিধান : দন্ত্য' মূর্ধন্যতে পরিণত হবার বিধান বা নিয়মগুলোকে -ত্ব বিধান বলে
-ত্ব বিধানের নিয়ম
১। , , - তিনটি বর্ণের পরে মূর্ধন্য- হয়। যেমন- ঋণ, ঘৃণা, বর্ণ, ভীষণ, রণ, স্মরণ ইত্যাদি।
২। , , - বর্ণগুলোর পরে স্বরবর্ণ, -বর্গীয় -বর্গীয় ধ্বনি অথবা , , থাকলে পরবর্তী দন্ত্য-, মূর্ধন্য হয়। যেমনকৃপণ, হরিণ, অর্পণ, লক্ষণ, রামায়ণ, ব্রাহ্মণ, দর্পণ, পাষাণ, গ্রহণ ইত্যাদি।
৩। -বর্গীয় ধ্বনির পূর্বে দন্ত্য- না হয়ে সবসময় মূর্ধন্য- হয়। যেমন ঘণ্টা, লুণ্ঠন, কাণ্ড, কণ্টক, কণ্ঠ, ভণ্ড ইত্যাদি।
৪।প্র, পরা, পরি , নির—- চারটি উপসর্গের এবং অন্তর শব্দের পরে নদ, নম, নশ, নহ, নী, নুদ, অন, হন- ধাতুগুলোর দন্ত্য- মূর্ধন্য- হয়। যেমনপ্রণাম, প্রণতি, প্রণত, প্রাণ, প্রহরণ, প্রণব, পরিণয়, পরায়ণ , প্রণোদিত ইত্যাদি
প্র, পরি ইত্যাদি উপসর্গের পরনি উপসর্গের দন্ত্য- মূর্ধন্য- হয় | যেমনপ্রণিপাত, প্রণিধান
পর, পার, চন্দ্রি, উত্তর, নার-এসবের পরে অয়ন থাকলে' হয়! ' যেমনপরায়ণ, নারায়ণ, উত্তরায়ণ, চন্দ্রায়ণ ইত্যাদি।
৭। কতকগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য- হয়। যেমন-- কণা, আপণ, লবণ, বাণিজ্য, বীণা, শোণিত, মাণিক্য, অণু, বেণু, নিক্কণ, বণিক, করুণ, কল্যাণ, গণ, পণ, মণি, বেণী, কোণ, শাণিত, পণ্য, মণ, লাবণ্য, গণনা, বাণী, গৌণ, কঙ্কণ ইত্যাদি

No comments

Powered by Blogger.