Header Ads

এইচ এস সি বাংলা ব্যাকরণ ষ-ত্ব বিধান



.ষ-ত্ব বিধান : যে নিয়ম বা বিধানে সংস্কৃত বা তৎসম শব্দে ''-এর ব্যবহার হয়ে থাকে, তাকে -ত্ব বিধান বলে
-ত্ব বিধানের নিয়ম
১। -কার -এর পর '' হয়। যেমনকৃষক, তৃষ্ণা, বর্ষা, উৎকর্ষ, বৃষ্টি, দৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি, বর্ষণ, ঋষি, কৃষ্ণ, উৎকৃষ্ট ইত্যাদি।
২। -এর আগে মূর্ধন্য- হয়। যেমন- কষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ, স্পষ্ট, নষ্ট,  মিষ্ট, সন্তুষ্ট, ষষ্ঠ, গোষ্ঠী ইত্যাদি।
৩। , ছাড়া অন্য স্বরবর্ণ আগে থাকলে এবং , বর্ণ আগে থাকলে পরবর্তী দন্তমূর্ধন্য '' হয়। যেমনআবিষ্কার, ভবিষ্যৎ, বিষ, চক্ষুম্মান, বিষয়, সুষমা, বন্ধুবরেষু, চিকীর্ষা ইত্যাদি
৪। -কারান্ত -কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতেহয়। যেমন অভিষেক, অনুষঙ্গ, প্রতিষেধক, প্রতিষ্ঠান, অনুষ্ঠান, পরিষদ, বিষন্ন ইত্যাদি।
৫। নিঃ, দুঃ, বহিঃ শব্দগুলোর পর , , , থাকলে বিসর্গ স্থানে মূর্ধন্য- হয়। যেমননিষ্পাপ, বহিষ্কার, নিক্ষাম, দুস্কর ইত্যাদি।
৬। কতকগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য- হয়। যেমনআভাষ, ঊষর, ঊষা, আষাঢ়, অভিলাষ, ঈষৎ, ঈর্ষা, কষা, কোষ, পাষণ্ড, পাষাণ, ষোড়শ, ওষধি, ঔষধ, সরিষা, মানুষ, ভাষণ, ভাষ্য, ভাষা, পোষণ, সুষম, যচক্র, ষড়যন্ত্র, শোষণ, ভূষণ, দ্বেষ, কলুষ, রোষ, পৌষ, তোষণ ইত্যাদি

No comments

Powered by Blogger.