ভাবসম্প্রসারণ ৪. পুষ্প আপনার জন্য ফোটে না।
৪. পুষ্প আপনার জন্য ফোটে না।
আত্মকেন্দ্রিক চিন্তা-ভাবনার পরিবর্তে পরার্থে জীবন উৎসর্গ করার মধ্যেই নিহিত মানবজীবনের প্রকৃত সার্থকতা। প্রকৃতির অবারিত অঙ্গনে আপন সৌন্দর্য মেলে দিয়ে বিকশিত হয় পুল। পুল তার সৌন্দর্য ও সুবাসে মুখ করে সকলকে। সুগন্ধি পুশ কখনো তার সুরভিকে নিজের মধ্যে আবদ্ধ রাখে না, বাতাসের সাহায্যে তার সঞ্জিত সুবাসকে চারদিকে ছড়িয়ে দেয়। সবাই তার সুমিষ্ট গন্ধ উপভোগ করে পরম আনন্দ ও তুস্টি অনুভব করে। পুল তার আপন অন্তরে সৌন্দর্য ও সুগন্ধ ধারণ করে বটে কিন্তু কিছুই সে নিজে ভোগ করে না—পরের জন্য সে তার সৌন্দর্য ও সুবাসকে বিলিয়ে দেয়। তারপর একদিন সে মাটির বুকে ঝরে পড়ে। এটা তার অবসান নয় বরং সার্থক পরিণতি। মানুষের জীবনকেও পুষ্পের সাথে তুলনা করা যেতে পারে। জীবনের আদর্শ হওয়া উচিত পরার্থে আন্তোৎসর্গ। আত্মকেন্দ্রিক স্বার্থমগ্ন জীবন অমর্যাকর, অসুন্দর ও বিকৃত । তাই আদর্শ জীবন গঠনে নিজেকে পুস্পের মতো সৌন্দর্য ও সুগন্ধে বিকশিত করে তুলতে হবে। জগতে মহৎ-প্রাণ, উদারচিত্ত ব্যক্তিরা পুষ্পের মতোই নিজেদেরকে পরের কল্যাণে উৎসর্গ করে জীবন বিসর্জন দেন। পরের কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়ার মধ্যেই মানবজীবনের চরম সার্থকতা নিহিত। তাই প্রত্যেকের উচিত পুষ্পের আদর্শ অনুসরণ করে পরের জন্য জীবন উৎসর্গ করা। সুখী, সুন্দর ও আদর্শ জীবন গঠনে সকলেরই ফুলের আদর্শ অনুসরণ করে পরার্থে নিজেকে বিলিয়ে দেওয়া উচিত।
No comments