ভাবসম্প্রসারণ ৩. বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে।
৩. বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে।
জগতের সবকিছুরই একটা নিজস্ব পরিবেশ বা পরিমণ্ডল রয়েছে। আপন পরিবেশ ও পরিমণ্ডলে সব জিনিসই সুন্দর দেখায়। এর কোন প্রকার ব্যতিক্রম ঘটলে প্রকৃতিগত সৌন্দর্য ম্লান হয়ে যায়। পৃথিবীতে প্রত্যেকটি প্রাণী বা বস্তুর একটি নির্দিষ্ট স্থান আছে। সেই নির্দিষ্টস্থানে প্রাণী বা বস্তুকে যেমন মানায়, তেমন আর অন্য কোথাও মানায়। পরিবেশের পটভূমির ওপরই প্রত্যেকের 'আপন আপন সৌন্দর্য পরিস্ফুট হয়। খেজুর রসের পায়েস যেমন সোনার থালায় মানায় না, তেমনি বিরিয়ানীকে মানায় না কলা পাতায়। অরণ্যের অধিবাসী বনমানুষকে তার বন্য প্রাকৃতিক পরিবেশেই সুন্দর লাগে। প্রকৃতি তার অযত্নলালিত সন্তানকে নিজের মনের মত করেই সাজায় বা সাজিয়ে রাখে। বন্য প্রাণীকে যদি লোকালয়ে এনে ছেড়ে দেয়া হয় তবে বন্য পরিবেশের সৌন্দর্য আর তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। বস্তুত যার স্থানেই তাকে মানিয়ে থাকে। যেমন মানায় মাতৃক্রোড়ে শিশুকে। মায়ের কোলে শিশুকে যেমন সুন্দর লাগবে, অন্য কারো কোলে শিশুকে তেমন সুন্দর মানাবে না। কাজেই প্রাকৃতিকভাবে যে যেখানে মানানসই তাকে সেখানেই থাকতে দেয়া উচিত। যে পরিবেশে যার জন্ম সে পরিবেশেই সে সুন্দর ও মানানসই। আপন পরিবেশ ভিন্ন অন্য পরিবেশে সবকিছু শোভনীয় নয়।
No comments