ভাবসম্প্রসারণ ২. শিক্ষাই জাতির মেরুদণ্ড।
২. শিক্ষাই জাতির মেরুদণ্ড।
শিক্ষা মানুষকে মনুষ্যত্ব দান করে। জাতীয় উন্নয়ন নিশ্চিত করে। শিক্ষা মানবজীবনে তথা জাতীয় জীবনের এক পরম ও চরম সম্পদ। মাঝিবিহীন নৌকা যেমন তীরে ভিড়তে পারে না, মেরুদণ্ডহীন মানুষ যেমন তার চলার শক্তি হারিয়ে ফেলে, তেমনি শিক্ষাহীন মানুষ জীবন চলার পথে অবাঞ্চিত। যে জাতি শিক্ষায় যত উন্নত সে জাতি বিশ্বের বুকে তত উন্নত। একটি জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শিক্ষা বা জ্ঞানের কোনো বিকল্প নেই, কারণ জ্ঞানই শক্তি (Knowledge is power)। শিক্ষার প্রভাবেই মানুষ নানা কুসংস্কার। ও সংকীর্ণতার বেড়া ডিঙিয়ে জাতিকে নিয়ে যেতে পারে উন্নতির চরম শিখরে, তাই শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসেবে আখ্যায়িত করা হয়। কারণ শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। জাতির প্রাণশক্তির ধারক শিক্ষা। শিক্ষা ছাড়া প্রযুক্তি, শিল্প সংস্কৃতি কোনো কিছুরই চর্চা করা সম্ভব নয়। শিক্ষাকে ‘আলো’ হিসেবেও অভিহিত করা হয়। জাতীয় জীবনের উন্নতি ও প্রতিষ্ঠা সবকিছুই শিক্ষার উপর নির্ভরশীল। শিক্ষা শুধু ব্যক্তি জীবনের উন্নতি নিশ্চিত করে না। সমাজ, জাতি ও রাষ্ট্রীয় জীবনের সবরকম উন্নতির মূলেও শিক্ষা। তাই পৃথিবীতে বড় হতে হলে, বড় কিছু করতে হলে সুশিক্ষিত হতে হবে। সুতরাং, শিক্ষাই জাতির মেরুদণ্ড। সমাজে মাথা উচু করে দাড়াতে হলে, সবাইকে শিক্ষিত হতে হবে। একমাত্র শিক্ষিতরাই পারে সমাজকে তথা দেশকে বিশ্বের কাছে মর্যাদাশীল জাতিতে পরিণত করতে।
No comments