Header Ads

ভাবসম্প্রসারণ ১. ইচ্ছা থাকলে উপায় হয়।



. ইচ্ছা থাকলে উপায় হয়
কোন কাজে সফলতা লাভ করতে হলে আন্তরিক ইচ্ছা থাকা অত্যাবশ্যক আমাদের কর্মক্ষেত্র পুলশয্যা নয় এটা নানারূপ বাধা-বিঘ্নে পরিপূর্ণ বাধাবিঘ্ন অতিক্রম করে কর্মক্ষেত্রে অগ্রসর হলে কাজে সফলতা লাভ করা যায় কর্মের বাধাকে অতিক্রম করতে হলে প্রবল ইচ্ছাশক্তির প্রয়োজন ইচ্ছা শক্তির প্রভাবে মানুষ সর্বপ্রকার বাধা-বিপত্তিকে অতিক্রম করতে পারে এবং অসম্ভবকে সম্ভব করতে পারে তাই ইংরেজিতে একটা প্রবাদ আছে- "Where there is a will there is a way" অর্থাৎ স্ব-ইচ্ছায় কোনো কাজে লেগে থাকলে কাজে সফলতা আসবেই অতএব, ইচ্ছা বা আকাঙ্ক্ষা সফলতা লাভের একমাত্র চাবিকাঠি যেহেতু, ইচ্ছা থেকে মানুষের কর্ম চিন্তা বাড়ে আর চিন্তা থেকে আসে সাধনা একাগ্র মনের চিন্তা শ্রম দ্বারা মানুষ যে কোন কাজে সফলতা লাভ করা যায় সম্রাট নেপোলিয়ান তার সেনাবাহিনীসহ আল্পসৃ পর্বতের কাছে গিয়ে অসীম উৎসাহে বলেছিলেন, There will be no alps." অর্থাৎ আমার বিজয় অভিযানের মুখে আল্পস্ পর্বত থাকবে না আত্মশক্তি সম্বন্ধে নেপোলিয়ানের বোধ দৃঢ় বিশ্বাস বা দৃঢ় ইচ্ছাশক্তির অভিব্যক্তি তাই ইচ্ছাশক্তিকে কাজে লাগানোর জন্য দৃঢ় মনোবল থাকতে হবে দৃঢ় মনোবল থাকলে কোনো কাজই অসাধ্য নয়, কোনো বাধাই বাধা হিসেবে গণ্য হয় না প্রবল ইচ্ছাশক্তিই মানুষকে সাফল্যের শীর্ষে পৌছে দিতে পারে

No comments

Powered by Blogger.