ভাবসম্প্রসারণ ৬. চরিত্র মানুষের অমূল্য সম্পদ।
৬. চরিত্র মানুষের অমূল্য সম্পদ।
সততা, সরলতা, সংযম প্রভৃতি মহৎ গুণাবলির সমষ্টিই চরিত্র। চরিত্র মানবজীবনের মহামূল্যবান সম্পদ। চরিত্র হলো ভালো কাজ বা ভালো গুণাবলির সমষ্টি। মানুষের কথায়, চিন্তায় ও কাজে পবিত্র মক্তলকর ভাবকেই চরিত্র বলে। চরিত্র মানুষের শ্রেষ্ঠ অলঙ্কার। এটা এমনি এক জিনিস যা মানুষকে সৎপথে দ ও ন্যায় পথে অটল রাখে। চরিত্রবান মানুষ সর্বত্র সম্মানিত হন পার্থিব ধন-সম্পদের মূল্য নির্ধারণ করা সম্ভব হলেও চরিত্রের মূল্য নির্ধারণ করা দুরূহ ব্যাপার। নিধন চরিত্রবান ব্যক্তি চরিত্রহীন ধনীর চেয়ে অধিকতর সম্মানিত। চরিত্রবান ব্যক্তির মনে থাকে অসীম সাহস। জগতের মহাপুরুষদের গৌরব ছিল চরিত্র-সম্পদ। যাদের কর্ম সাধনায় এ পৃথিবী আজ এত সুন্দর হয়েছে, তাঁরা প্রত্যেকেই ছিলেন চরিত্রবান। চরিত্র মানবজীবনের একটি মহৎ অর্জন। চরিত্র গঠনের জন্য প্রয়োজন সদিচ্ছা ও প্রচেষ্টা। শ্রেষ্ঠ সেই লোক যিনি সত্যের উপাসক এবং চরিত্র ও মহত্ত্ব যার গৌরব। সকলের কাছে তিনি নিন্দনীয় যিনি চরিত্রহীন প্রকৃর্ণ আছে-"When money is lost nothing is lost, when health is lost
something is lost; when character is lost everything is lost." এ থেকেই চরিত্রের গুরুত্ব উপলদ্ধি করা যায়। সুতরাং, মানব জীবনের একমাত্র কাম্যবস্তু হলো চরিত্র মহামূল্যবান সম্পদ। চরিত্রহীন ব্যক্তি সকলের কাছেই নিন্দনীয়। অসৎ চরিত্রের লোক দ্বারা দেশ ও জাতির কোনো মঙ্গল সাধিত হয় না। তাই ব্যক্তিজীবন তথা জাতীয় জীবনকে আলোকিত করার জন্য প্রত্যেকেরই চরিত্রবান হওয়া উচিত।
No comments