ভাবসম্প্রসারণ ৭, অর্থই সকল অনর্থের মূল।
৭, অর্থই সকল অনর্থের মূল।
অর্থ জগতের যাবতীয় অনাসৃষ্টি ও অঘটনের মূল উৎস। দৈনন্দিন জীবনে অর্থের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। অর্থের বিনিময়ে আমরা প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সংগ্রহ করি। আমাদের জীবনের প্রায় সমস্ত কর্মকাণ্ড অর্থ দ্বারা পরিচালিত হয়। অর্থের জন্য মানুষ পরিশ্রম করে। বিদ্যা-শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে অর্থ উপার্জন। অর্থ শাস্ত্রে আছেa Money oney money,
Brighter than sunshine sweeter than honey, অর্থাৎ টাকা পয়সা সূর্যের কিরণের চেয়েও উজ্জ্বলতর এবং মধুর চেয়েও মিষ্টি। জগতের যাবতীয় হানাহানি ও ধ্বংসযজ্ঞের মূল ভিত্তি রচনা করে অর্থ। অর্থজনিত কারণেই একান্ত আপনজনদের অকৃত্রিম স্নেহে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। অর্থ স্বামীশ্রীতে মনোমালিন্য সৃষ্টি করে, বন্ধুত্বে ফাটল ধরায় এবং রাজা-প্রজাকে প্রলয়ংকরী ধ্বংস ও যুদ্ধ-বিগ্রহের দিকে ঠেলে দেয়। জগতের যাবতীয় অনাসৃষ্টিও ধ্বংসের মূল উদঘাটন করলে দেখা যায় যে, এ সব কাজে ইন্ধন যুগিয়েছে অর্থ। তাই সন্দেহাতীত ভাবে বলা চলে যে অর্থই সব অনর্থের মূল। অর্থ মানুষের জীবনে প্রয়োজন এ কথাটি যেমন সত্য, আবার অর্থই মানুষের জীবনে বিপদ ডেকে আনে এ কথাটিও তেমনি সত্য। কাজেই আমাদের সবার উচিত সঠিকভাবে অর্থ ব্যয় করা।
No comments