ভাবসম্প্রসারণ ৮. ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।
৮. ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।
আজকের শিশু আগামী দিনের নেতা। প্রত্যেক শিশুর অন্তরেই তার ভবিষ্যৎ জীবনের ভাবনা সুস্ত থাকে। দেশ ও জাতির আশা এবং স্বপ্ন হলো বর্তমানের শিশু। তারা জাতির ভবিষ্যৎ। তারা একদিন ফুলের মতো বিকশিত হবে, গড়ে উঠবে আদর্শ নাগরিক হিসেবে। কেননা, শিশুর মধ্যে ভবিষ্যতের আশা-আকাঙ্গা লুকিয়ে থাকে। আজকের শিশু আগামী দিনের কর্ণধার। দেশ পরিচালনার ভার অর্পিত হবে তার হাতে। তাই কবি বলেছেন, 'A Child is the father
of the nation.' পরিতাপের বিষয় এই যে, উপযুক্ত শিক্ষা ও পরিবেশের অভাবে শিশুর ভবিষ্যৎ অরেই বিনষ্ট হচ্ছে। বিশ্বসভায় উপযুক্ত স্থানে দেশ ও জাতিকে আসীন করতে হলে শিশুদের যথোপযুক্ত বিকাশের ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিশুরাই ভবিষ্যৎ নাগরিক, জাতির কর্ণধার এ সত্যটি সকলে স্বীকার করলেও আমদের সমাজে শিশুরা চরমভাবে অবহেলিত। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, বাসস্থান, চেতনার স্বাধীনতা প্রতিটি দিক থেকেই তারা অবমূল্যায়িত। ক্ষুধা, দারিদ্র, নিপীড়নে তারা জর্জরিত। মানুষ হওয়ার ন্যূনতম সুযোগ থেকে তারা বঞ্চিত। এ অবস্থা বড়ই মর্মপীড়াদায়ক। প্রত্যেক শিশুকেই বড় হয়ে একদিন জীবনক্ষেত্রে গুরুদায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব যাতে সে সুষ্ঠুভাবে পালন করতে পারে সে ব্যাপারে তাকে শৈশব থেকেই যোগ্যতাসম্পন্ন করে গড়ে তুলতে হবে।
No comments