Header Ads

ভাবসম্প্রসারণ ৯. কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?



. কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
কষ্ট ব্যতীত জীবনে সুখ লাভ করা যায় না। কমল অর্থাৎ পদ্মফুল অনিল সৌন্দর্য বিকশিত করে প্রস্ফুটিত হয় সরোবরে। পদ্মের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সকলেই তাকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। কিন্তু সকলের পক্ষে পদ্মলাভ সম্ভব নয়। কারণ পদ্মের ডাঁটায় রয়েছে অসংখ্য কাটা। সেই কাটায় আঘাত যে সহ্য করতে পারে সেই কেবল লাভ করতে পারে পদ্মফুল। কাটার আঘাতজনিত যন্ত্রণার ভয়ে যে পিছিয়ে যায় তার পক্ষে পদ্ম আহরণ সম্ভব হয় না। আসলে কষ্ট ছাড়া সুন্দর কোনো কিছু অর্জন করা যায় না। পৃথিবী নানা দুঃখ-যন্ত্রণায় পরিপূর্ণ। প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করে মানুষকে জীবনযুদ্ধে টিকে থাকতে হয়। জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য প্রতিষ্ঠা-প্রতিপত্তি কোনোটাই আয়াসসিদ্ধ নয় 'There is no gains without pains." যিনি প্রতিকূলতার বিরুদ্ধে ধৈর্য, সাহস অধ্যবসায়ের সাথে পড়ে যান তিনিই কেবল লাভ করতে পারেন সাফলের বরমাল্য দুঃখকে বরণ করেই ছিনিয়ে আনতে হয় সুখের জয়মালা দুঃখ দেখে হতোদ্যম হলে কখনোই সুখের ছোঁয়া পাওয়া যায় না সুখের জন্য দুঃখকে বরণ করতেই হবে যারা কষ্ট সহিষ্ণু তারাই কেবল জীবনে সুখ ভোগ করতে পারে

No comments

Powered by Blogger.