Header Ads

HSC. SSC.JSC Transformation of Sentence From Affirmative to Negative


 


URANUS TEACHING HOME

English Grammar

Transformation of Sentence

FROM AFFIRMATIVE TO NEGATIVE

Rule -1 : Affirmative Sentence- যদি only বা alone এর পরে ব্যক্তি থাকে তাহলে Negative Sentence- পরিবর্তন করতে হলে only বা alone- এর পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে None but বসে এবং আর কোন পরিবর্তন হয় না । যেমন -

Aff : Allah alone is Almighty.

Neg : None but Allah is Almighty.

উল্লেখ্য যে (i) বস্তুর ক্ষেত্রে only এর স্থলে nothing but এবং (ii) বয়সের অথবা সংখ্যার ক্ষেত্রে only- এর স্থলে not more than বসে।যেমন -

Aff : I have only a few books.

Neg : I have nothing but a few books.

Aff : Robin was only thirteen.

Neg : Robin was not more than thirteen,

Rule -2: Affirmative Sentence- যদি must/have to/has to/need to থাকে তাহলে negative করার সময়ে উত্তর বাক্যে must/have to/has to/need to-এর পরিবর্তে cannot but/cannot help বসে। উত্তর বাক্যে cannot but-এর পরে verb-এর present form এবং cannot help- এর পরে যে  verb বসে তার সাথে ing যোগ করতে হয়।যেমন -

Aff : I must help the poor.

Neg : I cannot but help the poor.

Aff: Neela must obey her teacher.

Neg: Neela cannot help obeying her teacher.

Affirmative Sentence- যদি had to/needed to থাকে তাহলে negative করার সময়ে উত্তর বাক্যে had to/needed to-এর পরিবর্তে could not but/could not help বসে। উত্তর বাক্যে could not but-এর পরে verb-এর present form এবং could not help- এর পরে যে  verb বসে তার সাথে ing যোগ করতে হয়।যেমন

Aff: He had to do it.

Neg: He could not but do it.

Rule-3: Every-যুক্ত Affirmative Sentence-গুলোর negative করতে হলে উত্তর বাক্যে Every-এর স্থলে There is no বসে + Every- এর পরের শব্দটি বসে + but বসে + প্রদত্ত বাক্যের বাকি অংশ বসে। যেমন -

Aff: Every mother loves her child.

Neg : There is no mother but loves her child.

তবে Every যুক্ত বাক্যে has থাকলে নিন্মের নিয়ম ব্যবহার করা ভালো

Every-যুক্ত Affirmative Sentence-গুলোর negative করতে হলে উত্তর বাক্যে Every-এর স্থলে There is no বসে + Every- এর পরের শব্দটি বসে + has এর পরিবর্তে without বসে + প্রদত্ত বাক্যের বাকি অংশ বসে। যেমন

Aff: Every cloud has a silver lining.

Neg: There is no cloud without a silver lining.

Rule-4: As soon as-যুক্ত Affirmative Sentence-গুলোর negative করতে হলে উত্তর বাক্যে As soon as-এর স্থলে No sooner had বসে + সে বাক্যের Subject বসে + সে বাক্যের principal verb-এর past participle বসে + সে বাক্যের বাকি অংশ বসে (যদি থাকে) + কমা এর স্থলে than বসে + দ্বিতীয় clause বসে। যেমন

Aff: As soon as the rain stopped, we came back home.

Neg: No sooner had the rain stopped than we came back home.

Rule – 5 : Affirmative Sentence- এ যদি Superlative degree- Adjective থাকে সেগুলোর negative নিন্মের Structure অনুযায়ী করতে হয়:

Structure : No other + Superlative Adjective- এর পরের অংশ + Verb + as + Superlative Adjective-এর Positive form + as + প্রদত্ত বাক্যের Subject. যেমন

Aff: Shila is the most beautiful girl in the class.

Neg : No other girl in the class is so/as beautiful as Shila.

Rule – 6: Than any other/Than all other-যুক্ত Comparative Degree-কে Negative করতে হলে Structure হবে নিন্মরূপ:

Structure: প্রথমে No other বসে + than any other/than all other-এর পরের অংশ + প্রদত্ত verb + so/as বসে + Comparative Adjective-এর Positive form + as বসে + প্রদত্ত sentence-এর Subject বসে। যেমন -

Aff: He is better than any other boy in the class.

Neg : No other boy in the class is so/as good as he.

Rule -7 : Always-যুক্ত Affirmative Sentence-কে negative করতে হলে উত্তর বাক্যে Always-এর স্থলে Never বসে এবং affirmative অর্থবোধক শব্দটির বিপরীত শব্দ বসে। যেমন

Aff: He is always active.

Neg : He is never lazy.. :

Rule-8: Less ................... than-যুক্ত Sentence-কে Negative করতে হলে Less-এর স্থলে not as বসে এবং

than- এর স্থলে as বসে। যেমন -

Aff: They are less poor than you said.

Neg: They are not so/as poor as you said.

Rule- 9: বাক্যের মধ্যে Auxiliary verb (যেমন: am, is, are, was, were, shall, will, can, could, should, have,  has, had ইত্যাদি) থাকলে, Auxiliary verb -এর পর not বসবে এবং পরবর্তী Adjective/ Adverb টির Antonym বা বিপরীত শব্দ বসাতে হবে । যেমন -

i. Aff : I shall remember you.

   Neg: I shall not forget you.

Rule -10:  বাক্যের মধ্যে Auxiliary verb না থাকলে subject এর পর tense অনুযায়ী do not/does not/ did not বসবে এবং পরবর্তী Adjective /Adverb-টি বিপরীত হবে। যেমন -

i.. Aff: He walks fast.

    Neg: He does not walk slowly.

ii. Aff : I saw an honest man.

   Neg: I did not see a dishonest man.

Rule-11: সাধারণত Affirmative Sentence-কে Negative Sentence- পরিণত করতে হলে উত্তর বাক্যে প্রদত্ত

বাক্যের Affirmative- বোধক শব্দটির Negative-বোধকশব্দ বা বিপরীত শব্দ ব্যবহার করতে হয় এবং  সেই শব্দটির পূর্বে Negative Particle 'not' বসাতে হয় I যেমন -

Aff : Ripon is a good student.

Neg : Ripon is not a bad student.

Rule-12: Both ....... and থাকলে Not only ... but also বসে । যেমন

Aff: He ate both a mango and an orange.

Neg : He ate not only a mango but also an orange.

Rule-13: Too......... to_ So........ that.

নিয়ম : প্রদত্ত Sentence এর Sub+Verb+too এর পরিবর্তে জায়গায় So বসে+too এর পরের Adjective/ Adverb বসে+that বসে প্রথম Subject আবার বসে+tense অনুসারে can not/could not বসে+প্রদত্ত to-এর

পরে অংশ বসে।

Aff : He is too short to touch the roof.

Neg : He is so short that he can not touch the roof,

ব্যতিক্রম :Affirmative : too ........ for + NP + to + verb

যেমন :

Aff : The box is too heavy for her to lift.

Neg: The box is so heavy that she can't lift it.

Rule-14 : Many ____Not a few. ;

নিয়ম : Many যুক্ত Affirmative sentence-কে Negative করার সময় many-এর পরিবর্তে Not a few বসে।

Aff : There are many pens on the table.

Neg: There are not a few pens on the table.

Rule-15: A few__ Not many.

নিয়ম : A few যুক্ত Affirmative sentence-কে Negative করার সময় A few-এর পরিবর্তে Not many বসে।

Aff : He has a few friends.

Neg: He has not many friends.

Rule-16: A little Not much.

নিয়ম : A little যুক্ত Affirmative sentence-কে Negative করার সময় A little-এর পরিবর্তে Not much বসে ।।

Aff : He has a little rice.

Neg: He has not much rice.

Rule-17 : Much ___Not a little.

নিয়ম : Much যুক্ত Affirmative sentence-কে Negative করার সময় Much -এর পরিবর্তে Not a little বসে

Aff: I have much money.

Neg: I have not a little money.

Rule-18: Affirmative sentence a sometimes থাকলে তাকে Negative করার সময় sometimes- এর পরিবর্তে always এবং তার পূর্বে not বসাতে হয়।

Aff : He is sometimes happy.

Neg: He is not always happy.

Rule-19: Affirmative to Negative Sentence.

(Universal truth) চিরন্তন সত্য Sentence-কে Negative- পরিবর্তন করতে হলে Negative Interrogative করতে হয়। যেমন -

Aff: Ice floats on water.

Neg : Doesn't ice float on water?

Rule-20:

Affirmative- for the last time হলে Negative- never ....... again হয়।

Affirmative- for ever হলে Negative never ........ again হয়।

 Affirmative- for good হলে Negative Never ....... again হয়।

যেমন -

Aff: He came here for the last time.

Neg: He never came here again. Or : Never again did he come here.

Aff: I requested him for the last time.

Neg : I never requested him again.

Aff: I request him for the last time.

Neg : I shall never request him again.

Aff: We saw the old man for the last time.

Neg: We have never seen the old man again.

Aff: The man left the village for ever.

Neg: The man will never return to the village again.

Aff: He has given up smoking for good.

Neg : He will never smoke again.

Rule -21: নিয়ম অর্থ ঠিক রেখে Affirmative Sentence কে Negative করতে হলে Double Negative করে করা যেতে পারে যেমন :

I shall go to college today. বাক্যটি অর্থ ঠিক রেখে Negative করতে হলে বলতে হবে,

It is not that I shall not go to college today. অর্থাৎ আমি যে কলেজে যাবনা তা নয়, তার মানে, আমি কলেজে যাব

মনে রেখো : Negative + Negative = Affirmative.

Aff : He will teach you English.

Neg: It is not that he will not teach you English.

OPPOSITE WORD

Friend

বন্ধু

Foe/ Enemy

শত্রু

Dry

শুকনা

Wet

ভিজা

Fertile

উর্বর

Barren/ Unfertile

অনুর্বর

Glad

আনন্দিত

Sad

দুঃখিত

Regular

নিয়মিত

Irregular

অনিয়মিত

Famous

বিখ্যাত

Infamous/Notorious

কুখ্যাত

Mortal

মরনশীল

Immortal

অমরনশীল

Active

কর্মঠ

Inactive/Lazy

অলস

Big

বড়

Small

ছোট

Old

পুরাতন/বৃদ্ধ

New /young

নতুন/যুবক

Luxurious

বিলাসবহুল

Austere/Simple

সাদাসিদে

Honest

সৎ

Dishonest

অসৎ

Enjoyable

উপভোগ্য

Boring

বিরক্তিকর

Pleasant

আনন্দদায়ক

Unpleasant

দুঃখজনক

Blessing

আশির্বাদ

Curse

অভিশাপ

Respect

সম্মান করা

Disrespect

অসম্মান করা

Common

সাধারণ

Uncommon

অসাধারণ

Encourage

উৎসাহিত করা

Discourage

নিরুৎসাহিত করা

Sincere

আন্তরিক

Insincere

অআন্তরিক

Obedient

অনুগত

Disobedient

অবাধ্য

Attentive

মনোযোগী

Inattentive

অমনোযোগী

Liability

বোঝা

Asset

সম্পদ

Close to

নিকটে

Far away

দুরে

Anything

কোনকিছু

Nothing

কিছুই না

Similar to

মিল

Dissimilar/ Different in

অমিল

Strong

শক্তিশালী

Weak

দুর্বল

Dependent

পরাধীন

Independent

স্বাধীন

Kind

দয়ালু

Unkind /Cruel

নিষ্ঠুর

Essential

আবশ্যক

Inessential

অনাবশ্যক

Rich

ধনী

Poor

গরীব

Moral

নৈতিক

Immoral

অনৈতিক

Wise

জ্ঞানী

Unwise

অজ্ঞানী

Doubtful

সন্দেহ

Undoubtful/Sure 

নিঃসন্দেহ

Pleased

সন্তুষ্ট

Displeased

অসন্তুষ্ট

Happy

সুখী

Unhappy

অসুখী

Literate

শিক্ষিত

Illiterate

অশিক্ষিত

Responsible

দায়ী

Irresponsible

দায়ী নয়

Remember

মনে করা

Forget

ভুলে যাওয়া

Grateful

কৃতজ্ঞ

Ungrateful

অকৃতজ্ঞ

Agree

রাজী হওয়া

Disagree

বেরাজী হওয়া

Punctual

সময়ানুবর্তী

Unpunctual/Late

অসময়ানুবর্তী

Comfortable

আরামদায়ক

Uncomfortable

কষ্টদায়ক

Ordinary

সাধারণ

Extra-ordinary

অসাধারণ

Willing

ইচ্ছুক

Unwilling

অনিচ্ছুক

Obey

মান্য করা

Disobey

অমান্য করা

Solvent

সচ্ছল

Insolvent

অসচ্ছল

Right

ঠিক

Wrong

ভুল

Pious

ধার্মিক

Impous

অধার্মিক

Tall

লম্বা

Short

খাটো

Heavy

ভারী

Light

হালকা

Beautiful

সুন্দর

Ugly

বিশ্রী

Intelligent

বুদ্ধমান

Dull

নির্বোধ

Expensive /Costly

দামী

Cheap

সস্তা

Properly

উপযুক্তভাবে

Improperly

অনুপযুক্তভাবে

Rational

বিবেকবান

Irrational

অবিবেকবান

Leave

ত্যাগ করা

Remain

থাকা

False

মিথ্যা

True/Real

সত্য

Known

জানা

Unknown

অজানা

Cheerful

উৎফুল্ল

Gloomy

বিষাদময়

Familiar

পরিচিত

Unfamiliar

অপরিচিত

Sweet

মিষ্টি

Sour

টক

Like

পছন্দ করা

Dislike

অপছন্দ করা

Everybody

প্রত্যেকে

Nobody

কেউ না

Full of

পরিপূর্ণ

Without

ব্যাতীত

Thickly

ঘনভাবে

Thinly

পাতলাভাবে

Important

গুরুত্বপূর্ণ

Unimportant

অগুরুত্বপূর্ণ

Pure

খাটি

Impure

ভেজাল

Clean

পরিষ্কার

Unclean/Dirty

নোংরা

Healthy

স্বাস্থ্যবান

Unhealthy

অস্বাস্থ্যবান

Honourable

সম্মানীত

Dishonourable

অসম্মানীত

Prepared

প্রস্তুত

Unprepared

অপ্রস্তুত

Hard/Difficult

কঠিন

Easy

সহজ

Present

উপস্থিত

Absent

অনুপস্থিত

Real

বাস্তব

Unreal

অবাস্তব

Honour

সম্মান করা

Dishonour

অসম্মান করা

Good

ভাল

Bad

খারাপ

Best

সবচেয়ে ভাল

Worst

সবচেয়ে খারাপ

Roof

ছাদ

Corridor

বারান্দা

No one

কেউ না

Everyone

প্রত্যেকে

Without

ব্যাতীত

With

সাথে

Increasing

বৃদ্ধি পাওয়া

Decreasing

কমে যাওয়া

Self-reliant

আত্ম নির্ভরশীল

Dependent on other

অন্যের উপর নির্ভরশীল

Understand

বোঝা

Forget

ভুলে যাওয়া

Long

লম্বা

Short 

খাটো

Extreme

চরম

Limited

সীমিত

Poverty

দারিদ্রতা

Abundance

প্রাচূর্য

Biased

পক্ষপাত দুষ্ট

Unbiased

অপক্ষপাত দুষ্ট

Balanced

ভারসাম্য

Imbalanced

ভারসাম্যহীন

Constructive

গঠনমূলক

Destructive

ধ্বংসাত্মক

Useful

উপকারী

Useless

অপকারী

Native

দেশীয়

Foreign

বিদেশী

Small-family

ছোট পরিবার

Extended-family

বড় পরিবার

Friendly

বন্ধুত্বপূর্ণ

Hostile

শত্রুতাপূর্ণ

Hospitable

অতিথিবৎসল

Inhospitable

অতিথিবৎসল নয়

Near

নিকটে

Far from

দুরে

Ignore

অবজ্ঞা করা

Follow/Abide-by

মেনে চলা

Serious

মারাত্মক/গভীর

Light/ Trivial

তুচ্ছ

Frustrated

হতাশাগ্রস্থ

Hopeful

আশাবাদী

Government

সরকারী

Non-government

বেসরকারী

Kindly

দয়ালু

Unkindly

নির্দয়ালু

Optional

ঐচ্ছিক

Must/Compulsory

আবশ্যিক

Numerous

বহুসংখ্যক

Innumerous

অসংখ্য

Bad sleep

খারাপ ঘুম

Sound sleep

ভাল ঘুম

Off

বন্ধ করা

On

চালু করা

Leave no stone unturned

চেষ্টার ত্রুটি না করা

Try ones best

সর্ব শক্তি দিয়ে চেষ্টা করা

Accept

গ্রহন করা

Refuse

প্রত্যাখান করা

Gladly

আনন্দের সহিত

Sadly

দুঃখের সহিত

Able

সক্ষম

Unable

অসক্ষম

Fail

ব্যর্থ হওয়া

Succeed

সফল হওয়া

Sympathetic

সহানুভূতি

Unsympathetic/Cruel     

অসহানুভূতি/নিষ্ঠুর

All

সকল

Any

যে কোন

Honesty

সততা

Dishonesty

অসততা

Legal

বৈধ

Illegal

অবৈধ

Possible

সম্ভব

Impossible

অসম্ভব

Love

ভালবাসা

Hate

ঘৃনা করা

Married

বিবাহিত

Unmarried/Bachelor 

অবিবাহিত

Rarely/Rare

মোটেই না

Mostly/Common/Often/Always

অধিকাংশ

First

প্রথম

Second

দ্বিতীয়

Sitting

বসা

Motion

চলমান

Quarrelsome

ঝগরাটে

Peaceful/Quiet/Calm/Gentle/Friendly/ Peace loving

শান্তিপূর্ণ

Hardly

মোটেই না

Almost/Really

প্রায়ই

Favourable

সহায়ক

Unfavourable

সহায়ক নয়

Fail

ব্যর্থ হওয়া

Succeed

সফল হওয়া

Beneficial

উপকারী

Harmful

অপকারী

Ready

প্রস্তুত

Unready

অপ্রস্তুত

High

উচু

Low

নিচু

Amazing

বিস্ময়কর

Shocking-ঘৃনাজনক

বীভৎস

Bother

বিরক্ত করা

Careless-যত্নহীন |অমনোযোগী

অসাবধান

Quiet

শান্ত

Noisy

গোলমাল

Full

পরিপূর্ণ

Empty

খালি

Quickly

দ্রুত

Slowly

ধীরে

Live

বাঁচা

Die

মরা

Pale

অপ্রফুল্ল

Cheerful

উৎফুল্ল

Speedy

দ্রুত গতি

Slow

ধীর গতি

Hidden

লুকানো

Open

খোলা

Destroy

ধ্বংস করা

Save

রক্ষা করা

Safe

নিরাপদ

Unsafe

অনিরাপদ

Tell a lie

মিথ্যাকথা বলা

Speak the truth-সত্য কথা বলা

 

Confess

স্বীকার করা

Deny

অস্বীকার করা

Cruel

নিষ্ঠুর

Merciful

দয়াবান

Prepared

প্রস্তুত

Unprepared

অপ্রস্তুত

Against

বিরুদ্ধে

With/Beside-পাশে 

সাথে

Industrious

পরিশ্রমী

Lazy

অলস

Sorrow

দুঃখ

Joy/Happiness

সুখ

Different

ভিন্ন ভিন্ন

The same

একই

More

বেশি

Less

কম

                           

 


No comments

Powered by Blogger.