ভাবসম্প্রসারণ ১২. মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে।
১২. মেঘ দেখে কেউ করিসনে ভয়
আড়ালে তার সূর্য হাসে।
সুখ-দুঃখ অঙ্গাঙ্গিভাবে জড়িত। দুঃখের পরেই সুখ আসে। এ পৃথিবী বিভিন্ন ঘাত-প্রতিঘাত, দুঃখ-দৈন্যের ইতিহাস। এখানে সুখ-দুঃখ। পাশাপাশিভাবে অবস্থান করছে। একটি অপরটির পরিপূরক। অনুরূপভাবে, মানব জীবনেও কাজের মাঝে কতই না অন্ধকার নেমে আসে। চলতে গিয়ে মানব জীবনকে বহুবিধ সমস্যার মোকাবিলা করতে হয়। কিন্তু ঐ সমস্যাকে চিরস্থায়ী মনে করে কাজ করা থেকে বিরত থাকা চলবে না। অবিচল ধৈর্য নিয়ে সব সমস্যার সমাধান করে সামনের দিকে এগুতে হবে। যেমন – আকাশে মেঘের ঘনঘটা দেখে যাত্রা করলে হবে না। কেননা,মেঘ ক্ষণিকের। তাই কিছুক্ষণ পর মেঘ সরে গিয়ে দেখা দেবে সূর্যের অপূর্বজ্যোতি। পৃথিবীতে সুখী হতে হলে আগে দুঃখকে জয় করতে হয়। বিপদের সময় পিছিয়ে অসিলৈ চলবে না। অসীম সাহসের সাথে সামনে এগিয়ে যেতে হবে। বিপদে ধৈর্যের সাথে অগ্রসর হলে সাফল্য লাভ করা তেমন কষ্টকর নয়।
No comments