ভাবসম্প্রসারণ ১১. গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
১১. গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
বিদ্যা অমূল্য সম্পদ। প্রয়োজন সাধনের জন্যই বিদ্যার্জন করা হয়। মানবজীবনে বিদ্যা এবং ধন উভয়ের প্রয়োজনীয়তা অপরিসীম। জ্ঞানার্জনের অভিপ্রায়ে মানুষ বিদ্যার্জন করে। গ্রন্থের উদাহরণ দিয়ে কোন কথা বলা ঠিক
নয়! অতীত বিদ্যাকে প্রয়োগ করাই শ্রেয়। মুখস্থ বিদ্যাকে যেমন কোন কাজে লাগানো যায় না তেমনি পরের কাছে নিজের উপার্জিত অর্থ রেখে কোন কাজে হাত দেয়া বুদ্ধিমানের কাজ নয়। নিজের উপার্জিত অর্থ অন্যের হাতে রাখলে তা সময় মতো পাওয়া যায় না। এজন্যই, বিদ্যা ও অর্থকে নিজের আয়ত্তে রাখতে হবে। প্রয়োজনের সময় মুখস্থ বিদ্যা ও পরহস্তে ধন কোন কাজেই আসে না। তাই বিদ্যাকে প্রকৃতভাবে যেমন অধিগত করতে হবে তেমনি ধনকেও নিজের আয়ত্তে রাখতে হবে। বিদ্যা ও ধনাকে বাস্তব প্রয়োজনে কাজে লাগাতে না পারলে তা অর্জনে সার্থকতা ম্লান হয়ে যায়। যে বিদ্যা জীবনের উন্নতি ও প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো কাজে লাগেনা সে বিদ্যা পর হস্তে ধনের মতোই বিবেচিত। জীবনের বাস্তব প্রয়োজনে বিদ্যা এবং সম্পদকে সব সময়ই নিজের আয়ত্তে রাখা প্রয়োজন।
No comments