ভাবসম্প্রসারণ ১৩, যেজন দিবসে মনের হরষে। জ্বালায় মোমের বাতি। * আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি।
১৩, যেজন দিবসে মনের হরষে।
জ্বালায় মোমের বাতি। *
আশু গৃহে তার দেখিবে না আর
নিশীথে প্রদীপ ভাতি।
অযথা অর্থের অপচয় করলে প্রয়োজনের সময় দুঃখ পেতে হয়। এ পৃথিবীতে যেমন দিনের পর আসে রাত, আলোর পরে অন্ধকার নেমে আসে; তেমনি মানব জীবনেও সুখের পরে দুঃখের ছায়া নেমে আসে। কিছু ব্যক্তি মনের খুশিতে দিনের বেলা প্রয়োজন না থাকা সত্ত্বেও আলো জ্বেলে অপব্যয় করে।
এ অপব্যয় করার জন্য প্রয়োজনের সময় ঐ ব্যক্তিদের রাতের বেলাতেও আলো জ্বালাবার সামর্থ্য থাকে না।
ফলে বাড়ি-ঘর অন্ধকারে ঢেকে যায়।
সেরুপ যে ব্যক্তি সৌভাগের দিনে অযথা অর্থের অপব্যয় করে, সে
অল্পকালের মধ্যেই দুঃখে পতিত হয়।
এজন্য পবিত্র কুরআনে “আপব্যয়কারীকে
শয়তানের ভাই বলা হয়েছে।
আমাদের সমাজে কিছু লোক আছে যারা বিনা প্রয়োজনে অর্থ সম্পদ ব্যয় করে নিঃস্ব হয়ে যায়।
ফলে যখন অর্থের প্রয়োজন হয় তখন সে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারে না।
তাকে অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হয়।
যারা মিতব্যয়ী তাদের কখনো অভাব হয় না । নিজের প্রয়োজনে আমাদের সবার মিতব্যয়ী হওয়া উচিত।
অমিতব্যয়ী ব্যক্তিরা প্রয়োজনের সময় বিপদে পড়ে।
কাজেই ছাত্রজীবন থেকেই আমাদের হিসাব করে।
টাকা-পয়সা খরচ করা উচিত।
No comments