ভাবসম্প্রসারণ ১৪. চক চক করিলে সোনা হয় না।
১৪. চক চক করিলে সোনা হয় না।
বাহ্যিক চাকচিক্য দেখে কোনো কোনো কিছুকে মূল্যবান ভাবা উচিত নয়।
কারণ জগৎ-সংসারে বাহ্যিক সৌন্দর্যপূর্ণ জিনিসের অভাব নেই।
কৃত্রিমতার জয় পৃথিবীর সর্বত্রই কিছু না কিছু পরিলক্ষিত হয়।
বাহ্যিক আড়ঘর মানুষের মনকে সর্বদা বিভ্রান্ত করে।
কৃত্রিমতার পরিমাণ যত বেশি, বাহ্যিক
জৌলুসও তত বেশি।
বিশেষ সাবধানতার সাথে যে কোন জিনিসকে পরীক্ষা করে দেখতে হবে।
মাকাল ফলের বাহািক চেহারা দেখে আকৃষ্ট হলে তার ফল যেমন খারাপ, তেমনি
বাহ্যিক চাকচিক্য দেখে আসল জিনিস মনে করলে পরিণামে বােকামীর মাশুল দিতে হয়।
রাজনীতিতে যে যত বেশি অঙে, 'তার
বকুতার জোর তত বেশি।
যে পর্যন্ত কষ্টিপাথরে পরীক্ষিত হয়ে সোনার খটি প্রামাণিত না হয়, সে
পর্যন্ত তাকে স্বর্ণ বলে গ্রহণ করার আশঙ্কা থাকে।
ব্যক্তিগত বা জাতীয় জীবনে এসব বাহ্যিক চাকচিক্য দ্বারা বিভ্রান্ত হলে জীবনে নেমে আসবে চরম দুঃখ।
লোকজন তাদের বাহ্য আচরণে বিমোহিত হয়ে নানাভাবে প্রতারিত হয়ে থাকে।
সুতরাং বাহ্যিক আড়ঘর নয় গুণই হচ্ছে ব্যক্তি বা বস্তুর মূল্যায়নের একমাত্র মাপকাঠি।
All the gilters is not gold. সুতরাং কোনো কিছুর বাহ্যিক অড়িঘরে আকৃষ্ট না হয়ে বস্তুর প্রকৃত গুণাগুণ যাচাই করা প্রয়োজন।
No comments