Header Ads

ভাবসম্প্রসারণ ১৬. স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন।



১৬. স্বদেশের উপকারে নাই যার মন,
কে বলে মানুষ তারে পশু সেই জন।
জননী জন্মভূমি মর্গের চেয়েও গরীয়সী। দেশপ্রেমহীন মানুষ পশুরও অধম। দেশপ্রেম মানব জীবনের এক অমূল্য মহৎগুণ। দেশ জাতির সেবায় আত্মনিয়োগ করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। মানুষের মনুষ্যত্বের প্রমাণ পাওয়া যায় স্বদেশের প্রতি হৃদয়ের টানে। মানুষ উচ্চ মর্যাদায় মর্যাদাবান হতে পারে, রুপবান হতে পারে, লোকোত্তর প্রতিভার অধিকারী হতে পারে, কিন্তু দেশপ্রেম ছাড়া সকল গুণাবলির কোন মর্যাদা নেই বা নেই কোন মূল্য। স্বদেশের কল্যাণে উপকারে যার কোন দৃষ্টি নেই, এমনকি দেশের অকল্যাণ করেও যার হয় বিচলিত হয় না, সে মানুষ নামের কলঙ্ক। ধরনের মানুষ পশুর মধ্যে বিন্দু মাত্র প্রভেদ নেই। পশুর যেমন দেশাত্মবোধের জ্ঞান নেই, -অনিষ্টের উপলদ্ধি নেই, তেমনি দেশপ্রেমহীন মানুষও মানুষ নামের অযোগ্য। দেশের প্রতি ভালোবাসার মধ্য দিয়েই মানুষের মহত্ত্ব পরিস্ফুট হয়। জননীর মতোই জন্মভূমি মানুষকে অন্ন-জলে, নির্মল বায়ু সেবনে সযত্নে লালন করে। তাই দেশের প্রতি প্রত্যেকেরই প্রগাঢ় ভালোবাসা লালন করা উচিত। জন্মভূমি প্রত্যেক মানুষের এক গৌরবোজ্জ্বল ঠিকানা এবং শান্তির নিবিড় আশ্রয়। তাই স্বদেশের কল্যাণ গৌরব বৃদ্ধিতে সকলকেই সচেষ্ট হওয়া উচিত

No comments

Powered by Blogger.