Header Ads

ভাবসম্প্রসারণ ১৫. জন্ম হউক যথা তথা কর্ম হউক ভাল।



১৫. জন্ম হউক যথা তথা কর্ম হউক ভাল।
জনের ওপর মানুষের কোনো হাত নেই কিন্তু কর্মের ওপর মানুষের হাত রয়েছে। কেউ নীচু বংশে জন্মগ্রহণ করলেও সৎকর্মই তাকে মর্যাদাশীল করে তোলে
প্রত্যেক মানুষের বংশ পরিচিতি আছে কিন্তু সদ্বংশে জন্মগ্রহণ করেও যদি কেউ খারাপ বা সৎ কাজ করে তবে কেউ তাকে শ্রদ্ধা করে না আবার নীচু বংশে জন্মগ্রহণ করেও যদি কেউ ভালো কাজ করে, তবে তার প্রতি সকলেই শ্রদ্ধা যপাষণ করে কাজেই বংশ গৌরব থেকে কর্ম গৌরবই শ্রেয় মানুষ সৎ মহৎ কর্মের দ্বারাই বংশগত হীনতার গ্লানি দূর করতে পারে জন মানুষের ইচ্ছাধীন নয় কিন্তু কর্ম মানুষের ইচ্ছাধীন ইচ্ছা করলে সৎকর্মের দ্বারা মানুষ মহত্ত্ব অর্জন করতে পারে কাজেই মনে রাখতে হবে হে আশরাফ যার আছে শুধু বংশের পরিচয়, সেই আশরাফ জীবন যার, পুণ্য কর্মময়।বঙ্গত মানুষের জনাগত বংশ পরিচয়ই একমাত্র বিবেচনা নয় বরং বংশগত পরিচয়ের চেয়ে জীবনে পুণ্যময় কর্মের মূল্যায়নই মুখ্য বিচার্য। পথের জন্ম পঙ্কে তার জন্মগত উৎসের চেয়ে তার অনাবিল সৌন্দর্যই একমাত্র বিবেচ্য। বিষয়। জন্ম নয় কর্মই বড়। পৃথিবীতে এমন অনেক স্মরণীয় ব্যক্তি আছেন যারা নীচু বংশে জন্মগ্রহণ করেও আপন কর্মের দ্বারা জগদ্বিখ্যাত হয়েছেন। তাই প্রত্যেকের জীবনে সৎকর্মের অনুশীলন প্রয়োজন।

No comments

Powered by Blogger.