Header Ads

ভাবসম্প্রসারণ ১৭, আলো বলে, “অন্ধকার তুই বড় কালো” । অন্ধকার বলে, “ভাই তাই তুমি আলো।”



১৭, আলো বলে, “অন্ধকার তুই বড় কালো
অন্ধকার বলে, “ভাই তাই তুমি আলো।
আলো অন্ধকার একে অপরের পরিপূরক। অন্ধকার আছে বলেই আলোর কদর বুঝা যায়। পৃথিবীতে যেমন আলো আছে তেমন অন্ধকার আছে। উভয়ই জীবজগতের অশেষ উপকার মঙ্গল সাধন করছে। দিনের আলোতে আমরা সবকিছু দেখতে পাই এবং আমাদের কর্মশক্তি নিয়োগ করতে পারি। সারাদিন কাজ করার পর আমরা পরিশ্রান্ত হই। আমাদের কর্মক্লান্ত জীবনে বিশ্রামের প্রয়োজন রয়েছে। রাতে অন্ধকার জীবজগতের বিশ্রামের আয়োজন করে এবং আমাদের চোখে নিদ্রা দেয়। আমরা অন্ধকারে ঘুমের কোলে বিশ্রামের পর সতেজ সজীব দেহমন নিয়ে কর্মজীবনে নিয়োজিত হই। অন্ধকারকে অবহেলা করা উচিত নয়। অন্ধকার না থাকলে জীবজগৎ ক্লান্তি অবসাদে ভরে যেতো। তখন অন্ধকারের জন্য তারা ব্যস্ত হয়ে পড়ত। কাজেই পৃথিবীতে আলো-আঁধার আপাত দৃষ্টিতে বিপরীতধর্মী হলেও তারা একে অপরের পরিপূরক। আলাদাভাবে কোন কিছুরই মূল্য নেই। তাদের অস্তিত্বই মূল্যহীন। পৃথিবীতে টিকে থাকার জন্য সবকিছুরই প্রয়োজন রয়েছে। দুই বিপরীতধর্মী জিনিসের একটিকে বাদ দিয়ে অন্যটির অস্তিত্ব কল্পনাই করা যায় না

No comments

Powered by Blogger.