Header Ads

ভাবসম্প্রসারণ ১৮, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণসম দহে।



১৮, অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা তারে যেন তৃণসম দহে।
অন্যায়কে কখনোই প্রশ্রয় দেয়া উচিত নয়। অন্যায়কারীর মতো অন্যায়সহকারীও সমান অপরাধে অপরাধী। অন্যায়কারী অন্যায়সহ্যকারী উভয়েই সমান অপরাধী। মূলত অন্যায়েরসব থেকে আমাদেরকে প্রাণপণ চেষ্টায় দূরে থাকতে হবে। অন্যায় মানুষকে পশুতে পরিণত করে। এতে মানুষের নৈতিকতার চরম অবক্ষয় ঘটে। প্রথমে, ছোটখাটো অন্যায় মানুষকে পাপ পথে টেনে নেয়, পরে সে অন্যায় পরিত্যাগের আর কোন পথ খোলা থাকে না বলে জীবন দুঃখপূর্ণ দুর্বিষহ হয়ে ওঠে। নিজে অন্যায় না করলেই কর্তব্য শেষ হয় না। কোন অন্যায় কাজ দেখলে সাথে সাথে তার প্রতিরোধমূলক ব্যবস্থা করত হবে। সবাই যদি অন্যায়কে প্রশ্রয় দেয় এবং নিতান্ত ভালো মানুষ সেজে বসবাস করে, তবে গোটা সমাজের চরম অধঃপতন ঘটবে। অন্যায়কারীর তাণ্ডব-নৃত্য চলবে দেশব্যাপী। আল্লাহতায়ালা অন্যায়কারী অন্যায়সহকারী উভয়কেই ঘৃণা করে। সুতরাং নিজে অন্যায় থেকে বিরত থাকার পাশাপাশি অন্যায়কারীকেও অন্যায়ের পথ থেকে বিরত রাখতে সচেষ্ট হতে হবে। কেবল অন্যায় থেকে বিরত থাকলেই চলবে না অন্যায়কে প্রতিহত করতে হবে
তিহত করতে ব্যর্থ হলে অন্যায়কারীর মানা অনায় সহকারীও সমান অপরাধী হিসেবে গণ্য হবে

No comments

Powered by Blogger.