ভাবসম্প্রসারণ ১৯. স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
১৯. স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
স্বাধীনতা মানুষের পরম কাঙ্কিত ধন। তাই মানুষ অনেক ত্যাগ-তিতিক্ষার পর স্বাধীনতা অর্জন করে। কিন্তু স্বাধীনতা রক্ষা করা এর চেয়েও কঠিন কাজ। স্বাধীনতা রক্ষায় প্রতিটি জাতিকে সবসময় সতর্ক থাকতে হয়। স্বাধীনতা অর্জন মানুষের জন্মগত অধিকার। সবাই স্বাধীনতা আশা করে। কেউ অন্যের অধীন থাকতে চায় না। জীবনের স্বাদ পুরোপুরি ভোগ করার জন্য স্বাধীনতার বিকল্প নেই। কিন্তু এটি এমনিতেই অর্জন করা যায় না। অনেক কষ্টের বিনিময়ে স্বাধীনতার ফল ভোগ করতে হয়। ১৯৭১ সালে লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এজন্য অনেক মায়ের বুক খালি হয়েছে। সন্তান হারানোর বেদনা এখনো তারা বয়ে বেড়াচ্ছে। কিন্তু স্বাধীনতা অর্জন করার চেয়ে কঠিন কাজ হলো তা রক্ষা করা। বহিঃশত্রু কর্তৃক দেশ যে কোন সময় আক্রান্ত হতে পারে। এজন্য প্রতিটি নাগরিককে সদা সজাগ থাকতে। হয়। দেশের স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবন বিসর্জন দিতে হয়। বিদেশি সংস্কৃতি বর্জন করে নিজস্ব সংস্কৃতিতে জাতিকে সামনের দিকে এগিয়ে যেতে হয়। এতে দেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে, স্বাধীনতা অর্থবহ হয়। দেশের সবকিছুকে প্রাণ দিয়ে ভালবাসতে হয়। আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। এদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। অক্লান্ত পরিশ্রম করে দেশের সুনাম অক্ষুন্ন রাখতে পারলেই বাল্লাদেশ বিশ্ব দরবারে শক্তিশালী দেশে পরিণত হতে পারবে।
No comments