Header Ads

ভবিসম্প্রসারণ ২০. নানান দেশের নানান ভাষা। বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?



২০. নানান দেশের নানান ভাষা
বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?
পৃথিবীর মানুষ নানান ভাষায় মনের ভাব প্রকাশ করে থাকে। কিন্তু মাতৃভাষায় যেভাবে মনের ভাব প্রকাশ করা যায়, অন্য ভাষার মাধ্যমে তা সম্ভব হয় না। বাল্লা আমাদের মাতৃভাষা। ভাষাতেই আমরা মনের ভাব প্রকাশ করে থাকি। আমরা ভাষায়ই কথা বলা আরম্ভ করেছি। আমাদের সবার উচিত মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। যারা বাংলা ভাষাকে ভালােবাসতে পারে না তাদের দেশে বসবাস করা উচিত নয়। অনেকে নিজ ভাষার প্রতি শ্রদ্ধাশীল নয়। স্বদেশে বসবাস করে তারা অন্য ভাষার প্রশংসা করে। কবি ধরনের লোকদের ধিক্কার জানিয়েছেন। কবি তাদের পশুর চেয়েও অধম বলেছেন। এরা মানুষ নামের অযোগ্য। মায়ের দুধ ছাড়া সন্তানের যেমন তৃষ্ণা মেটে না, মাতৃভাষা ছাড়া তেমনি পুরোপুরি মনের ভাব প্রকাশ করা যায় না। আমরা বাংলা ভাষায় স্বপ্ন দেখি। কাজেই মাতৃভাষার মর্যদা সবার উপরে থাকা উচিত। পৃথিবীতে অনেক মর্যাদাশীল ভাষা থাকলেও, মাতৃভাষার সাথে তার তুলনা চলে না। মাতৃভাষায় সাহিত্য রচনা করে যেমন বিখ্যাত হওয়া যায়, অন্য ভাষায় তেমন সৎভব নয়। মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করে বিখ্যাত হতে চেয়েছিলেন। কিন্তু তিনি এক্ষেত্রে সফল হতে পারেন নি। পরবর্তীতে বাংলা ভাষায় কবিতা রচনা করে খ্যাতি অর্জন করেছিলেন মাতৃভাষার প্রতি আমাদের সবার শ্রদ্ধাশীল হওয়া উচিত বাংলা ভাষার যথাযথ সমান দেখানাের মধ্য দিয়ে আমরা বিশ্বের বুকে একটি শক্তিশালী জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারি

No comments

Powered by Blogger.