Header Ads

ভাবসম্প্রসারণ ২১. দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।



২১. দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ
সকলে মিলে একসাথে কাজ করলে ব্যর্থতা হলেও কোনো লজ্জা নেই সকলে মিলেমিশে একসাথে কাজ করার মধ্যে আনন্দ আছে সম্মিলিতভাবে কাজ করলে অনেক কষ্টসাধ্য কাজও সহজে সম্পন্ন করা যায় সম্মিলিত প্রচেষ্টার মধ্যে আছে উৎসাহ এবং আনন্দ সকলে মিলে কোনো কাজে উদ্যোগী হলে সমাজের সকল মানুষের মধ্যে একত, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয় সকলে মিলে কাজ করার মধ্যে রয়েছে বৃহৎ শক্তির সংযোগ এক্ষেত্রে ব্যর্থতার চেয়ে সফলতার সভাবনা থাকে বেশি তবে সকলে মিলে কোনো কাজ, করতে গিয়ে তাতে যদি ব্যর্থতা আসে সেক্ষেত্রে লজ্জাবোধ তেমন তীব্র হয় না কারণ সমবেত কাজের জয়ের আনন্দ যেমন সকলের তেমনি পরাজয়ের গ্লানিও সকলের এই পরাজয়ের জন্য এককভাবে কেউ নিন্দিত হয় না সম্ভবত কাজে বিজয়ের আনন্দ যেমন সকলে ভোগ করে নেয়, তেমনি পরাজয়ের গ্লানিও সকলে সমান ভাগে ভাগ করে নেয় পক্ষান্তরে, এককভাবে কোনো কাজ করতে গেলে অনেক ক্ষেত্রেই মনে নানা দ্বিধা-দ্বন্দের সৃষ্টি হয়, লজ্জার ভাব জাগ্রত হয় উপরন্তু একক কাজের ব্যর্থতার গ্লানি এককভাবে নিজেকেই বহন করতে হয় একক ব্যর্থতায় অনেক সময় মনে হতাশা নৈরাশ্যের সৃষ্টি হয় কাজেই দশে মিলে কাজ করাই উত্তম Two heads are better than one. যে একা, সে ক্ষুদ্র এবং সামান্য কাজেই মহৎ এবং বৃহৎ কাজের জন্য সজ্ঞাবদ্ধ প্রচেষ্টাই শ্রেয়

No comments

Powered by Blogger.