Header Ads

ভাবসম্প্রসারণ ২২. সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।



২২. সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।
মানুষ সামাজিক জীব। সে একাকী থাকতে পারে না। নিজের প্রয়োজনের তাগিদেই সে সমাজে বাস করে। আর সমাজে বাস করে সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারে না। মানুষ সমাজে বাস করে। সমাজের স্বার্থে এই সমাজবদ্ধ বিভিন্ন পরিবারের মানুষগুলো সুখে-দুঃখে, বিপদে-আপদে একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একে অন্যের সহায়ক। পৃথিবীর প্রত্যেক মানুষ পরস্পরের ওপর নির্ভরশীল। একজনের সাহায্য ব্যতীত অন্যজন চলতে পারে না। যদি অপরের সুখ-দুঃখের কথা চিন্তা না করে মানুষ কেবল নিজের সুখ-সুবিধার জন্যে সর্বশক্তি নিয়োগ করে, তবে কারো মজাল হতে পারে না। অপরের মঙ্গল করার জন্য ত্যাগ স্বীকার করতে হয় পরোপকার পরম ধর্ম আমাদের প্রত্যেকের উচিত যথাশক্তি পরোপকার করা কেবল নিজের সুখ সমৃদ্ধির জন্য নয় , অন্যের কথাও ভাবা দরকার অপরের জন্যে চিন্তা-ভাবনা না করে শুধু আত্মচিন্তায় মগ্ন থাকলে সমাজের প্রকৃত কল্যাণ হবে না পৃথিবী আজ এতো সুন্দর হয়েছে, বাসোপোযোগী হয়েছে, এর মূলে রয়েছে মানুষের আত্মত্যাগ আত্মসুখ অন্বেষণে কোনো আনন্দ নেই ভালোবাসা, কল্যাণ কামনা সেবা দ্বারা অপরের দুঃখ লাঘবের জন্যই মানুষ পৃথিবীতে জন্মলাভ করেছে সুতরাং আমাদের প্রত্যেকেরই পরের মঙ্গলের জন্যে আত্মনিয়োগ করা একান্ত উচিত

No comments

Powered by Blogger.