Header Ads

ভাবসম্প্রসারণ ২৫. সুজনে সুশ গায় কুযশ ঢাকিয়া,



২৫. সুজনে সুশ গায় কুযশ ঢাকিয়া,
 কু-জনে কু-রব করে সুর নাশিয়া। কোন সজ্জন ব্যক্তি কখনোই অন্যের কুৎসা রটনা করে বেড়ান না। দুঃশীল। ব্যক্তিই কেবল মানুষের মন্দ দিককে প্রচার করে বেড়ায়। ভালো মন্দ বা কুজন সুজন দু'শ্রেণীর লোক নিয়েই জগৎ সংসার গঠিত হয়েছে। ভালো না থাকলে মন্দের কুপ্রভাব বোঝা যেত না বা মন্দ না থাকলে ভালোর মূল্যায়ন হতো না, তেমনি অন্ধকার ছাড়া আলোর মূল্যায়ন হতো না। তবুও উভয়ের চরিত্র প্রকৃতিতে বিরাট ব্যবধান রয়েছে। সুজন সংসারের সৌন্দর্য, সংসারের গেীরব, মানুষের অতি আপনজন। কাজেই, সুজন চিরকালই সংসার বা পৃথিবীকে অতি সুন্দরভাবে দেখে। সুজন দোষীর দােষ উপেক্ষা করে। তার মধ্যে ভালো গুণটি খুঁজে দেখে। অন্যদিকে, দুষ্ট প্রকৃতির লোকেরা নিজেদের দৃষ্টিতে পৃথিবীকে দেখে। তারা ভালো জিনিসের মধ্যে খারাপটা দেখতে চায়। ছিদ্রান্বেষণে তারা হয় তৎপর। কূজনের স্বভাব অন্যের দোষ ধরা বদনাম। রটানো। কারণ, এটাই তার চরিত্রের ধর্ম। সুজন এবং কুজনের মধ্যে রয়েছে দৃষ্টি ভক্তিগত পার্থক্য। একজন সব কিছুর মধ্যে সুন্দরকে অন্বেষণ করেন অন্যজন সবকিছুর মধ্যে দোষ খুঁজে বেড়ান।

No comments

Powered by Blogger.