Header Ads

ভাবসম্প্রসারণ ২৬, পৃথিবী এক পান্থশালা, দুদিনেরই আস্তানা,



২৬, পৃথিবী এক পান্থশালা, দুদিনেরই আস্তানা,
কেউবা ছোটে লোভের মোহে, কেউবা ফকির মাস্তানা। পৃথিবীর বুকে মানুষের জীবনকাল খুবই সামান্য। এই স্বল্পকালীন জীবনে কেউই মোহমুক্ত নয়। নশ্বর পৃথিবীতে এসে মানুষ বিচিত্র কাজ-কর্মে ব্যস্ত থাকায় যার যার দৃষ্টির নিরীক্ষণে পৃথিবীকে বিচার করে থাকে। মূলত এটা দু'দিনের এক আস্তানা বিভিন্ন পেশাধারী এখানে বিচরণ করে বা বাস করে বাঁচার তাগিদে কেউ লোভের মোহে পতিত না হয়ে কায়িক পরিশ্রম করে কেউবা বকধার্মিক বা ভণ্ড সেজে জীবন নির্বাহ করে থাকে কেউবা লোভের কবলে পড়ে ধুলোয় গড়াগড়ি খেয়ে পরপারে যাত্রা করে পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় তাই পৃথিবীর সুল্পকালীন জীবনে মানুষকে মহৎ কর্মের অনুশীলন করা প্রয়োজন পৃথিবী এক বিচিত্র কর্মশালা পৃথিবীর বুকে বিচিত্র উদ্দেশ্য নিয়ে মানুষের বিচরণ তবে ক্ষণস্থায়ী জীবনে প্রত্যেককে সত্য ন্যায়ের পথে চলা উচিত

No comments

Powered by Blogger.