ভাবসম্প্রসারণ ২৪. ভোগে সুখ নেই, ত্যাগেই প্রকৃত সুখ।
২৪. ভোগে সুখ নেই, ত্যাগেই প্রকৃত সুখ।
ভোগের আকাঙ্ক্ষা মানুষের একটি সহজাত প্রবৃত্তি। কিন্তু ভোগের চেয়ে ত্যাগের মধ্যেই নির্মম সুখ ও আনন্দ বিদ্যমান। ভোগ-বিলাসে সাময়িক সুখ থাকলেও প্রকৃত সুখ তাতে নেই। বরং মানুষের অধঃপতনের মূল কারণ হলো আরাম আয়েশ বা ভোগ বিলাস। পৃথিবী কর্মক্ষেত্র এবং আমরা সেখানে সকলেই কর্মী।
কর্তব্য যথারীতিভাবে সম্পন্ন করতে পারলেই প্রকৃত সুখ উপভোগ করা যায়।
অদমু।
উৎসাহ ও উদ্দীপনা নিয়ে যারা কাজ করে, তাদের
জীবন হয় সাফল্যমণ্ডিত।
পক্ষান্তরে, ভোগ
- লালসা চরিতার্থ করার মানসে যারা অন্যায়ের আশ্রয় নেয় তাদের ভবিষ্যৎ হয় নৈরাশ্যজনক।
প্রকৃত সুখের স্বাদ পেয়ে কে ত্যাগী কর্মীরা।
ভোগ রা তা কল্পনাও করতে পারে না।
যে কাজ যত বেশি শ্রম-বাপেক্ষ, সে
কাজ ভালোবাবে সমাধা করায় তত বেশি আনন্দ, তৃপ্তি
ও সুখ।
জীবনের যথার্থ গৌরব ও প্রকৃত সুখ ত্যাগের মধ্যে নিহিত।
অতএব, পৃথিবীর
এ বিশাল কর্মক্ষেত্রে আন্তোন্নতি, সমাজের
উন্নতি ও দেশের উন্নতির জন্য কর্মরত থাকা প্রত্যেকেরই উচিত।
তাহলেই আমরা প্রকৃত সুখ লাভে সমর্থ হবো এবং আমাদের জীবন হবে সাফল্যমণ্ডিত।
ভোগের মধ্যে সাময়িক তৃপ্তি বা সুখ পাওয়া গেলেও ভোগের মোহ কখনোই জীবনের জন্য সুখপ্রদ নয়।
ত্যাগের শিক্ষাই জীবনকে মহৎ করে।
No comments