ভাবসম্প্রসারণ ৩২. তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?
৩২. তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?
মানুষের সকল প্রকার সম্পদের মধ্যে চরিত্র হলো সবচেয়ে বড় সম্পদ। চরিত্রকে সুগঠিত করা প্রত্যেক মানুষের অপরিহার্য কর্তব্য। পৃথিবীতে খারাপ লোকের সংখ্যা বেশি। তারা সর্বদা স্বার্থকে চরিতার্থ করার মানসে সচেষ্ট। নিজেদের স্বার্থ রক্ষার্থে অপরের ক্ষতি হলেও তাতে আমাদের কিছু যায় আসে না। অথচ নিজের বিন্দুমাত্র ক্ষতিসাধন করে সে অন্যের উপকার। করতে চায় না। পৃথিবীতে মন্দ লোকের বসবাস থাকলেও অন্য দশজনকে দেখে নিজেকে মন্দ হতে হবে এমন কোন যুক্তি নেই। পৃথিবীতে সবার ভালো হবার জন্য চেষ্টা করতে হবে। কারণ, ভালো হবার অধিকার সবারই আছে। অন্যের মন্দ বলে নিজে মন্দ হতে চাওয়া অনুচিত। নিজেকে ভালো হবার জন্য সাধনা করতে হবে। ভালো-মন্দ, উঁচু-নিচু পৃথিবীতে আছে। অধম ব্যক্তি সর্বদা অন্যের অনিষ্ট করে বলে তাকে কেউ সুনজরে দেখে না। কিন্তু যারা উত্তম, তারা শত বাধা সত্ত্বেও পরের উপকার করতে দ্বিধাবোধ করে না এবং উপকারের ব্রত থেকে সে কখনো বিচ্যুত হয় না। তাই আমি যাতে উত্তম হতে পারি, সেজন্য আমাকে ব্রতী হতে হবে এবং সাথে সাথে অধমকে উপেক্ষা করে সাধনা করতে হবে। জীবনে অসক নয় সঞ্জনাকেই অনুসরণ করতে হবে। সমাজে উত্তম ও অধম দু’শ্রেণীর লোকই বর্তমান আছে। অধমকে অনুকরণ না করে উত্তম চরিত্রের অধিকারী মহৎকে অনুকরণ করা উচিত।
No comments