ভাবসম্প্রসারণ ৩৩. বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।
৩৩. বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।
বিদ্যা মানুষের জীবনকে আলোকিত করে। সফল জীবন গড়তে হলে বিদ্যার্জন অপরিহার্য। তবে বিদ্যাকে হতে হবে জীবনমুখী। বিদ্যা এমন এক বস্তু যা মানুষের জীবনকে আলোকিত ও উদ্ভাসিত করে। বিদ্যা মানুষের জ্ঞানচক্ষুকে উন্মোচিত করে। বিদ্যা মানবজীবনের এমন এক সম্পদ যার কোন ক্ষয় বা বিনাশ নেই। বিদ্যহীন জীবন অন্ধের সমান। বিদ্যা এবং জীবন একে অন্যের অবিচ্ছেদ্য অংশ। বিদ্যা এবং জীবনের এ পারস্পরিক সম্পর্কের মধ্যে ব্যবধান সৃষ্টি হলে তা আর কোনোক্রমেই কল্যাণ বয়ে আনে না। অজ্ঞ ও মূৰ্থ ব্যক্তি পৃথিবীর এ রহস্য সম্পর্কে কিছুই অবগত হতে পারে না। মূর্থের জীবন অন্ধত্বের সামিল। যে জীবন বিদ্যা ও জ্ঞানরূপ সোনার কাঠির পরশ পায়
,
সে জীবন বাস্তবিকই অব। আবার বিদ্যার সাথে জীবনের যোগ থাকা চাই। অর্থহীন হলো সেই বিদ্যা, যে বিদ্যার সাথে জীবনের কোন যোগ নেই । পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করাই বিদ্যার মুখ্য উদ্দেশ্য। যে বিদ্যা দিয়ে এসব উদ্দেশ্য সাধিত হয় না, সে বিদ্যা অর্থহীন ও পঙ্গু। জীবনের সঙ্গে বিদ্যার সম্পর্ক নিবিড়। বাস্তবমুখী বিদ্যার্জন ব্যতীত কখনোই জীবনে উন্নতি লাভ করা যায় না।
No comments