ভাবসম্প্রসারণ ৩১. দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
৩১. দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
সর্পের মস্তকে মণি থাকিলেও কি সে ভয়ঙ্কর নহে? আদর্শবিবর্জিত
চরিত্রহীন বিদ্বান ব্যক্তির সাহচর্য পরিত্যাগ করা উচিত। 'Education is the light in the way of
our life.' বিদ্যা অমূল্য ধন। কিন্তু তার চেয়েও মূল্যবান চরিত্র। চরিত্রগুণের যিনি শ্রেষ্ঠ তিনিই প্রকৃত মানুষ। চরিত্রবান লোকের সম্মান সর্বত্র। বিদ্বান হয়েও কোনো লোক যদি চরিত্রহীন হয় তবে তিনি সকলের কাছে নিন্দনীয়। বিদ্বান লোকের সাহচর্য সকলেরই কাম্য। কিন্তু কোনো বিদ্বান লোক যদি দুশ্চরিত্রের হয় তবে বিদ্বান হলেও এরূপ লোকের সাহচর্য ত্যাগ করাই মালজনক। কারণ তার কলুষিত চরিত্রের সংস্পর্শে নিজের চরিত্র কলুষিত হওয়ার সম্ভবনা থাকে। অথবা দুশ্চরিত্র বিধান অন্য কোনো ক্ষতি সাধন করতে পারে। আরো স্পষ্ট করে বলা যায় যে, কোনো
কোনো বিষধর সাপের মাথায় মহামূল্যবান মণি থাকে। এই মণি লাভের জন্য কোনো বুদ্ধিমান ব্যক্তিই বিষধর সাপের সাহচর্য কামনা করবে না। কারণ এতে জীবন নাশের আশঙ্কা থাকে। তদুপ বিদ্যা অমূল্য ধন হলেও দুশ্চরিত্র বিদ্বানের সাহচর্য কামনা করা উচিত নয়। এতে অমলের আশঙ্কা থাকে প্রচুর। তাই চরিত্রহীন লোক বিদ্বান হলেও মণিযুক্ত সাপের মতো ভয়ঙ্কর বিবেচনায় তার থেকে দূরে থাকাই নিরাপদ। দুশ্চরিত্র অপদার্থ লোকের অনুসরণ করে নিজের জীবনকে কখনোই বিপদগ্রস্ত করে তোলা উচিত নয়।
No comments