Header Ads

ভাবসম্প্রসারণ ৩০. জ্ঞানহীন ব্যক্তি পশুর সমান।


৩০. জ্ঞানহীন ব্যক্তি পশুর সমান।
 জ্ঞানই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছে। জ্ঞান বা বিবেকহীন মানুষ পশুতুল্য। জ্ঞান সার্বজনীন। জ্ঞানবলে বলীয়ান হয়ে মানুষ আজ সবার ওপরে। জ্ঞান হলো জীবনের অমৃত বস্তু। জ্ঞানহীন মানুষ দুর্বল এবং পশুর সমান। জ্ঞানী ব্যক্তিই সমাজের মুকুট স্বরূপ। সমাজে অন্যান্য সভ্যদের মধ্যে জ্ঞানী পণ্ডিত ব্যক্তির মর্যাদা বেশি কারণ তিনি জীবন জগৎ সম্পর্কে সচেতন জ্ঞানী ব্যক্তিই সব কিছু বিবেচনা করে চলতে পারেন, কিন্তু একজন নির্বোধ লোকের সে বিষয়ে কোন বোধশক্তি নেই এমনকি সে তার নিজের মান-সম্মান সম্পর্কে সচেতন নয় ভালোমন্দ সম্বন্ধে জ্ঞানশূন্য সে সমাজের কল্যাণকর কোন কিছু তার কাছ থেকে আশা করা যায় না পশু যেমন ক্ষতিকর অনেক কিছু করতে পারে, তেমনি একজন নির্বোধ ব্যক্তি পশুত্বের পর্যায়কে অতিক্রম করতে ব্যর্থ নির্বোধের দ্বারা গোটা সমাজ হয় ক্ষতিগ্রস্ত লক্ষণীয় যে, মানুষ হিসেবে জন্ম নিলে মানুষ কখনো মানবিক গুণসম্পন্ন হয় না মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে হয় শিক্ষা মানুষকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করে পাশাপাশি জ্ঞান মানুষকে দান করে যোগ্যতা জ্ঞানের সাধনা ছাড়া জীবন সমাজকে উন্নত করা যায় জ্ঞানই মানুষ এবং পশুর মধ্যে সীমারেখা টেনে দিয়েছে। জ্ঞানহীন মানুষ। পশুর সমতুল্য। জ্ঞানের মাধ্যমে মানুষের ভেতরে একটা সচেতন উপলদ্ধির সৃষ্টি হয়। বিবেক আছে বলেই মানুষ পশুত্বকে অতিক্রম করতে সক্ষম।

No comments

Powered by Blogger.