Header Ads

ভাবসম্প্রসারণ ২৯. বড় যদি হতে চাও, ছোট হও তবে।



২৯. বড় যদি হতে চাও, ছোট হও তবে।
বিনয় এবং নম্রতা মানব চরিত্রের একটি মহৎ গুণ। বিনয় এবং নম্রতার মধ্য দিয়েই মানুষের ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। পৃথিবীতে যারা সবার শ্রদ্ধাভাজন হয়েছেন, তাদের জীবনের পাতা উল্টালে দেখা যায়, তারা ছিলেন বিনীত, নম্র, ভদ্র এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল। সংস্কৃতে একটি কথা আছে, "শ্রদ্ধাবান লভতে জ্ঞানম।" জীবনে বড় হবার প্রথম ধাপ হলো সুশিক্ষা লাভ। সুশিক্ষিত ব্যক্তি কখনো অহংকারী উদ্ধত হতে পারে না। যে বৃক্ষ ফলভারে অবনত, সে কেবল অপরকে দান করে তৃপ্ত। তেমনি শিক্ষার মহান আদর্শ দ্বারা যিনি বিনম হয়ে সকলের ভালবাসা প্রতি আকর্ষণ করতে পারেন তিনি জগতে কীর্তি রেখে যান। সমাজে সম্মানিত হতে হলে অন্যকে সম্মান দিতে হবে। অর্থাৎ জীবনে বড় হতে গেলে আগে ছােট হতে হবে। এখানেছোটঅর্থ বিনয়ী, ন্দ্র, নম্র বড়দের প্রতি শ্রদ্ধাশীলতাকেই নির্দেশ করে। আর সুশিক্ষিত অঙ্গনের কর্মকাণ্ডে সমাজ হয় ধন্য পবিত্র। নিজেকে মহৎ এবং বড় করে গড়ে তুলতে হলে বিনয়ী হওয়া প্রয়োজন। অন্সের প্রতি শ্রদ্ধাশীলতার মধ্য দিয়েই সুন্দর মানসিকতার পরিচয় ফুটে ওঠে। অহঙ্কারহীন বিনয় নম্রতা সকলের কাছে সমাদৃত।

No comments

Powered by Blogger.