বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়
বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়
৫৪। ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ কী?----বিশেষভাবে বিশ্লেষণ ।
৫৫।ব্যাকরণ কাকে বলে?----যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি
ও স্বরূপের বিচার-বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি
বিশদভাবে আলোচিত হয়,তাকে ব্যাকরণ বলে ।
৫৬।কিভাবে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও সেসবের সুষ্ঠু ব্যবহারবিধি
সম্পর্কে জ্ঞান লাভ করা যায়?----ব্যাকরণ পাঠ করে ।
৫৭।লেখায় ও কথায় ভাষা প্রয়োগের সময় শুদ্ধাশুদ্ধি নির্ধারণ সহজ হয় কিভাবে?---ব্যাকরণ
পাঠ করে ।
৫৮।বাংলা ব্যাকরণ কাকে বলে?---যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের
গঠনপ্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগ বিধি আলোচিত হয়,তাকে
বাংলা ব্যাকরণ বলে ।
৫৯।প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে?----৪টি(i)ধ্বনি-Sound.(ii)শব্দ-Word.(iii)বাক্য-Sentence.(iv)অর্থ-Meaning.
৬০।সব ভাষার ব্যাকরনেই প্রধানত কয়টি বিষয়ের আলোচনা করা হয়?---৪টি(i)ধ্বনিতত্ত্ব-Phonology.(ii)শব্দতত্ত্ব
বা রূপতত্ত্ব-Morphology.(iii)বাক্যতত্ত্ব বা পদক্রম-Syntax (iv)অর্থতত্ত্ব-Semantics.
এছাড়াও অভিধানতত্ত্ব(Lexicography),ছন্দ ও অলংকার প্রভৃতিও ব্যাকরণের আলোচ্য বিষয় ।
৬১।ধ্বনি বলতে কি বুঝ?---মানুষের বাক প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠনালি,মুখবিবর,জিহ্বা,আল-জিহ্বা,কোমল
তালু,শক্ত তালু,দাঁত,মাড়ি,চোয়াল,ঠোঁট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে
।
৬২।ধ্বনিমূল কাকে বলে?---বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ
বা একককে(Unit) ধ্বনিমূল(phoneme) বলে ।
৬৩।বর্ণ কাকে বলে?---বাক প্রত্যঙ্গজাত প্রত্যেকটি ধ্বনি এককের জন্য প্র্রত্যেক
ভাষায়ই লেখার সময় এক একটি প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয় । বাংলায় এ প্রতীক বা চিহ্নকে বলা হয় বর্ণ(Letter)
।
৬৪।কোন গুলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়?---ধ্বনির উচ্চারনপ্রনালী,উচ্চারণের
স্থান,ধ্বনির প্রতীক/বর্ণের বিন্যাস,ধ্বনিসংযোগ বা সন্ধি,ধ্বনির পরিবর্তন ও লোপ,ণত্ব
ও ষত্ব বিধান ইত্যাদি ।
৬৫।কিভাবে শব্দ তৈরি হয়?---এক/একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ
তৈরি হয় ।
৬৬।শব্দের ক্ষুদ্রাংশকে কি বলা হয়?---রূপ ।
৬৭।রূপ কী গঠন করে?--শব্দ ।
৬৮।শব্দতত্ত্বকে কী বলা হয়?---রূপতত্ত্ব ।
৬৯।বাক্য কাকে বলে?----মানুষের বাক্ প্রত্যঙ্গজাত ধ্বনি
সমন্বয়ে গঠিত শব্দ সহযোগে সৃষ্ট অর্থবোধক বাক প্রবাহের বিশেষ বিশেষ অংশকে বলা হয় বাক্য
।
৭০।কোন কোন বিষয়
বাক্যতত্ত্বে আলোচিত
হয়?----বাক্যের সঠিক গঠনপ্রনালী,বিভিন্ন
উপাদানের সংযোজন,বিয়োজন,এদের সার্থক ব্যবহার যোগ্যতা,বাক্যমধ্যে শব্দ বা পদের স্থান
বা ক্রম,পদের রূপ পরিবর্তন ইত্যাদি বিষয় বাক্যতত্ত্বে আলোচিত
হয় ।
৭১।বাক্যতত্ত্বের অপর নাম কী?------পদক্রম ।
৭২।কোনগুলো অর্থতত্ত্বের আলোচ্য
বিষয়?----শব্দের অর্থবিচার,বাক্যের অর্থবিচার,অর্থের
বিভিন্ন প্রকারভেদ,যেমন-মুখ্যার্থ,গৌণার্থ,বিপরীতার্থ ইত্যাদি ।
৭৩।বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?----প্রাতিপদিক ।যেমন-হাত,বই,কলম ।
৭৪।সাধিত শব্দ কাকে
বলে?---মৌলিক শব্দ ব্যতীত অন্য সব শব্দকেই
সাধিত শব্দ বলে ।যথা-হাতা,গরমিল,দম্পতি
ইত্যাদি ।
৭৫।সাধিত শব্দ
কয় প্রকার?---দুই (নাম শব্দ ও ক্রিয়া) ।
৭৬।প্রত্যেকটি সাধিত শব্দ বা নাম শব্দের ও ক্রিয়ার কয়টি অংশ থাকে?---দুটি ।
৭৭।প্রকৃতি কাকে বলে?--যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে
আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না,তাকে প্রকৃতি বলে ।
৭৮।প্রকৃতি কয় প্রকার?--দুই(নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি
বা ধাতু) ।
৭৯।প্রত্যয় কাকে বলে?-------শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা
নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে ।
৮০।বাংলা শব্দ গঠনে
কয় প্রকার প্রত্যয় পাওয়া
যায়?----দুই প্রকার(তদ্ধিত প্রত্যয় ও কৃৎ
প্রত্যয়) ।
৮১।তদ্ধিত প্রত্যয় কাকে বলে?----শব্দমূল বা নাম শব্দের সঙ্গে যে প্রত্যয়
যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়,তাকে তদ্ধিত প্রত্যয় বলে ।
৮২।কৃৎ প্রত্যয় কাকে বলে?--ক্রিয়ামূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত
হয়ে নতুন শব্দ গঠন করে,তাকে কৃৎ প্রত্যয় বলে ।
৮৩।তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে কী বলা হয়?-----তদ্ধিতান্ত শব্দ ।
৮৪।কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে কী বলা হয়?---কৃদন্ত শব্দ ।
৮৫।উপসর্গ কাকে বলে?-----শব্দ বা ধাতুর পূর্বে কতিপয় সুনির্দিষ্ট
অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থের পরিবর্তন,সম্প্রসারণ ও সংকোচন ঘটিয়ে
থাকে ।এগুলোকে
বলা হয় উপসর্গ
৮৬।কার নিজস্ব কোনো
অর্থ
নেই?------উপসর্গের ।
৮৭।বাংলা ভাষায় কয় প্রকারের উপসর্গ আছে?-----তিন প্রকারের(i)সংস্কৃত(ii)বাংলা(iii)বিদেশি
উপসর্গ ।
৮৮।সংস্কৃত বা তৎসম
উপসর্গ
কয়টি?---------বিশটি ।
৮৯।তৎসম উপসর্গ কোথায়
ব্যবহৃত
হয়?----তৎসম শব্দ বা ধাতুর পূর্বে ।
৯০।বাংলা উপসর্গ কোথায়
বসে?----খাঁটি বাংলা শব্দের আগে ।
৯১।বিদেশি উপসর্গ কোথায়
ব্যবহৃত
হয়?-----বিদেশি শব্দের সঙ্গে ।
No comments