Header Ads

ভাষা বাংলা ব্যাকরণ এম সি কিউ


                                          

                                             ভাষা    evsjv 2q cÎ beg I `kg †kÖwY
মানুষ কিসের মাধ্যমে সবচেয়ে বেশি মনোভাব প্রকাশ করতে পারে?--কণ্ঠধ্বনির সাহায্যে
কিসের সাহায্যে মানুষ মনের সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাব প্রকাশ করতে সমর্থ হয়?----কণ্ঠধ্বনির
কণ্ঠধ্বনি বলতে কী বুঝ?----কণ্ঠধ্বনি বলতে মুখ গহ্বর,কণ্ঠ,নাসিকা ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বোঝায়
ভাষার মূল উপাদান কোনটি?-----ধ্বনি
কিসের সাহায্যে ভাষার সৃষ্টি হয়?----ধ্বনির
কিসের দ্বারা ধ্বনির সৃষ্টি হয়?----বাগযন্ত্রের দ্বারা
বাগযন্ত্র বলতে কী বুঝ?------গলনালি,মুখ বিবর,কণ্ঠ,জিহ্বা,তালু,দন্ত,নাসিকা ইত্যাদি বাক্ প্রত্যঙ্গকে এক কথায় বাগ্ যন্ত্র বলে
ভাষা কাকে বলে?----বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থ বোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে
সকল মানুষের ভাষাই কিসের দ্বারা সৃষ্টি?-----বাগযন্ত্রের দ্বারা
১০মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কী বলা হয়?----ভাষা
১১কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে?----দেশ,কাল ও পরিবেশ ভেদে
১২বর্তমানে পৃথিবীতে কি পরিমান ভাষা প্রচলিত আছে?---সাড়ে তিন হাজারের বেশি
১৩ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম বৃহৎ মাতৃভাষা?----চতুর্থ
১৪বাংলাদেশের অধিবাসীদের মাতৃভাষা কোনটি?---বাংলা
১৫বাংলাদেশ ছাড়া ভারতের কোন অঞ্চলের মানুষ বাংলায় কথা বলে?---পশ্চিম বঙ্গের জনসাধারণ,ত্রিপুরা,বিহার,উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ভাষা বাংলা
১৬বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা?----প্রায় ত্রিশ কোটি
১৭বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগন কোন ভাষায় কথা বলে?----নিজ নিজ অঞ্চলের ভাষা
১৮আঞ্চলিক কথ্য ভাষার অপর নাম কী?----উপভাষা
১৯পৃথিবীর সব ভাষারই কোন ভাষা আছে?-----উপভাষা
২০কোন ভাষাকে বলার ও লেখার ভাষা হিসেবে সর্বজন স্বীকৃতি দেওয়া সুবিধাজনক নয়?----আঞ্চলিক ভাষাকে
২১ বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্য রীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাই কোন ধরনের ভাষা?----আদর্শ চলিত ভাষা
২২প্রত্যেক ভাষারই কয়টি রূপ আছে?-----দুটি(মৌখিক/কথ্য এবং লৈখিক/লেখ্য)
২৩ভাষার মৌলিক রূপের আবার কয়টি রীতি আছে?---একাধিক(i)একটি প্রমিত রীতি(Standard colloquial language)(ii)অপরটি  আঞ্চলিক কথ্য রীতি(Regional colloquial style)
২৪বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রূপেরও কয়টি রীতি আছে?---দুটি(i)চলিত রীতি(Standard colloquial style)(ii)সাধু রীতি(Standard written form)
২৫ বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরনণর নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদ বিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?----লেখ্য সাধু রীতি
২৬ভাষার কোন রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল?----সাধুরীতি
২৭ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী?----সাধুরীতি
২৮ভাষার কোন রীতি সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে?---সাধুরীতি
২৯ভাষার কোন রীতি পরিবর্তনশীল?----চলিত রীতি
৩০চলিত রীতি কোন শব্দ বহুল?--------তদ্ভব শব্দ বহুল
৩১ভাষার কোন রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য?-----চলিত রীতি
৩২বক্তৃতা,আলাপ-আলোচনা ও নাট্য সংলাপের জন্য কোন রীতি বেশি উপযোগী?-----চলিত রীতি
৩৩মস্তক,জুতা,তুলা প্রভৃতি বিশেষ্য পদের চলিত রূপ কোনটি?------মাথা,জুতো,তুলো
৩৪বন্য বিশেষণ পদের চলিত রূপ কোনটি?-----বুনো
৩৫সহিত অব্যয় পদের চলিত রূপ কোনটি?---সঙ্গে/সাথে
৩৬বাংলা ভাষার শব্দকে কয়ভাগে ভাগ করা হয়েছে?-----পাঁচ ভাগে(i)তৎসম(ii)তদ্ভব(iii)অর্ধ-তৎসম(iv)দেশি(v)বিদেশী শব্দ
৩৭যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সে সব শব্দকে কী বলা হয়?-----তৎসম শব্দ
৩৮তৎসম শব্দের অর্থ কী?----তৎ অর্থ তার সম অর্থ সমান অর্থাৎ সংস্কৃতের সমান
৩৯চন্দ্র,সূর্য,নক্ষত্র,ভবন,ধর্ম,পাত্র,মনুষ্য ইত্যাদি কোন শব্দ?-----তৎসম শব্দ
৪০তদ্ভব শব্দ কাকে বলে?-----যে সব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়,কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে,সে সব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ
৪১তদ্ভব অর্থ কি?------তৎ অর্থ (তার) থেকে "ভব" (উৎপন্ন)
৪২সংস্কৃত-শব্দ হস্ত , প্রাকৃত- হত্থ , এর তদ্ভব শব্দ কী? ----হাত
৪৩সংস্কৃত-চর্মকার,প্রাকৃত-চম্মআর এর তদ্ভব শব্দ কী?-----চামার
৪৪তদ্ভব শব্দ গুলোকে কোন শব্দ বলা হয়?----খাঁটি বাংলা শব্দ
৪৫অর্ধ-তৎসম শব্দ কাকে বলে?-----বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয় এগুলোকে বলে অর্ধ-তৎসম শব্দ
৪৬অর্ধ-তৎসম মানে কি?----আধা-সংস্কৃত
৪৭জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নী,বোষ্টম,কুচ্ছিত প্রভৃতি অর্ধ-তৎসম শব্দগুলোর সংস্কৃত শব্দ কোন গুলো? ---জ্যোৎস্না,শ্রাদ্ধ,গৃহিনী,বৈষ্ণব,কুৎসিত
৪৮অনেক সময় কোন শব্দের মূল নির্ধারণ করা যায় না?---দেশি শব্দ
৪৯কুড়ি(বিশ)-কোন ভাষা?----কোলভাষা
৫০পেট(উদর)-কোন ভাষা?----তামিল ভাষা
৫১চুলা(উনুন)-কোন ভাষা?---মুন্ডারী ভাষা
৫২কুলা,গঞ্জ,চোঙ্গা,টোপর,ডাব,ডাগর,ঢেঁকি ইত্যাদি কোন শব্দ?----দেশি শব্দ
৫৩বিদেশি শব্দ কাকে বলে?----রাজনৈতিক,ধর্মীয়,সংস্কৃতিগত ওবাণিজ্যিক কারনে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে এ সব শব্দকে বলা হয় বিদেশি শব্দ

No comments

Powered by Blogger.