Header Ads

ধ্বনিতত্ত্ব বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ




ধ্বনিতত্ত্ব
                   বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ
৯২কোনো ভাষার বাক্ প্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লষণ করলে কী পাওয়া যায়?--মৌলিক ধ্বনি(Sound)৯৩বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধান কয় ভাগে ভাগ করা যায়?----দুই ভাগে(স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি)
৯৪স্বরধ্বনি কাকে বলে?----যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস-তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও কোনো প্রকার বাধা পায় না,তাদেরকে বলা হয় স্বরধ্বনি (Vowel sound) যেমন-অ,আ,ই,ঈ,উ,
৯৫ব্যঞ্জনধ্বনি কাকে বলে?----যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস-তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও না কোথাও কোনো প্রকার বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে,তাদেরকে বলা হয় ব্যঞ্জনধ্বনি(Consonant sound) যেমন-ক,চ,ট,ত,প,
৯৬ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?-----বর্ণ (Letter)
৯৭স্বরবর্ণ কাকে বলে?------স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ
৯৮ব্যঞ্জনবর্ণ কাকে বলে?----ব্যঞ্জনধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জনবর্ণ
৯৯বর্ণমালা কাকে বলে?---যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণসমষ্টিকে সেই ভাষার বর্ণমালা(Alphabet)বলা হয়
১০০বঙ্গলিপি কাকে বলে?---যে বর্ণমালায় বাংলা ভাষা লিখিত হয়,তাকে বলা হয় বঙ্গলিপি
১০১হলন্ত বা হসন্ত বর্ণ কাকে বলে?----স্বরধ্বনি সংযুক্ত না হলে অর্থাৎ উচ্চারিত ব্যঞ্জনধ্বনির প্রতীক বা বর্ণের নিচে "হস বা হল" চিহ্ন দিয়ে লিখিত হয় এরূপ বর্ণকে বলা হয় "হলন্ত বা হসন্ত"
১০২বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ রয়েছে?----৫০টি
১০৩কয়টি স্বরবর্ণ রয়েছে?-----১১টি
১০৪ব্যঞ্জনবর্ণ কয়টি?----৩৯টি
১০৫দ্বিস্বর বা যুগ্ম স্বরধ্বনির প্রতীক কয়টি?-------দুটি(ঐ,ঔ)
১০৬স্বরবর্ণের এবং কতগুলো ব্যঞ্জনবর্ণের কয়টি রূপ আছে?-----দুটি
১০৭স্বরবর্ণ যখন নিরপেক্ষ বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়,অর্থাৎ কোন বর্ণের সঙ্গে যুক্ত হয় না, তখন এর পূর্ণরূপ লেখা হয় একে কী বলা হয়?----প্রাথমিক বা পূর্ণরূপ অ,আ,ই,ঈ,উ,ঊ,ঋ,এ,ঐ,ও,ঔ,
১০৮স্বরবর্ণের প্রাথমিক বা পূর্ণরূপ শব্দের কোথায় বসে?--আদি,মধ্য,অন্তে
১০৯স্বরধ্বনি যখন ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়,তখন সে স্বরধ্বনির বর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয় স্বরবর্ণের এ সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?---সংক্ষিপ্ত স্বর বা কার
১১০কোন স্বরবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ বা কার নেই?---অ-এর
১১১ব্যঞ্জনবর্ণের পরে যুক্ত হয় কোনগুলো?---আ-কার(া),ঈ-কার(ী)
১১২ব্যঞ্জনবর্ণের পূর্বে যুক্ত হয় কোনগুলো?--ই-কার(ি)এ-কার(ে),ঐ-কার(ৈ)
১১৩ব্যঞ্জনবর্ণের নিচে যুক্ত হয় কোনগুলো?-----উ-কার(ু),ঊ-কার(ূ),ঋ-কার(ৃ)
১১৪ব্যঞ্জনবর্ণের পূর্বে ও পরে যুক্ত হয় কোনগুলো?----ও-কার(ো),ঔ-কার(ৌ)
১১৫ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?-----"ফলা"
১১৬কার নাম অনুসারে ফলার নামকরন করা হয়?----যে বঞ্জনটি যুক্ত হয় তার নাম অনুসারে
১১৭র-ফলা ব্যঞ্জনবর্ণের পরে হলে কোথায় লিখতে হয়?----নিচে(ম্র)
১১৮র-ফলা ব্যঞ্জনবর্ণের আগে উচ্চারিত হলে কোথায় লিখতে হয়?----উপরে(র্ম)
১১৯ক থেকে ম পর্যন্ত পঁচিশটি স্পর্শধ্বনি(Plosive)কে উচ্চারণ স্থানের দিক দিয়ে কয়টি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়েছে?----পাঁচটি
১২০বর্গগুলোর নামকরণ করা হয়েছে কিভাবে?-----বর্গের প্রথম বর্ণের নম অনুসারে
১২১ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখবিবরে উচ্চারনের মূল উপকরণ বা উচ্চারক কোনগুলো?--জিহ্বা ও ওষ্ঠ
১২২উচ্চারণের স্থানের নাম অনুসারে ব্যঞ্জনধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?-------পাঁচ ভাগে ১.কণ্ঠ্য বা জিহ্বামূলীয় ২.তালব্য বা অগ্রতালুজাত,৩.মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয়,৪.দন্ত্য বা অগ্র দন্তমূলীয় এবং ৫.ওষ্ঠ্য
১২৩পরাশ্রয়ী বর্ণ কাকে বলে?----যে বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না এ বর্ণ দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয় তাই এ বর্ণগুলোকে পরাশ্রয়ী বর্ণ  বলে (ং,ঃ,ঁ,)
১২৪অনুনাসিক বা নাসিক্য ধ্বনি কাকে বলে?---যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস নিঃসৃত বায়ু মুখবিবর ছাড়াও নাসারন্ধ্র দিয়ে বের হয় অর্থাৎ এগুলোর উচ্চারণে নাসিকার সাহায্য প্রয়োজন হয় তাই এগুলোকে বলে অনুনাসিক বা নাসিক্য ধ্বনি
১২৫অনুনাসিক বা নাসিক্য বর্ণ কোনগুলো?----ঙ,ঞ,ণ,ন,ম,ং,ঃ,ঁ
১২৬একটিমাত্র ধ্বনিবিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় কী হয়?----দীর্ঘ হয়দিন,তিল,পুর
১২৭যৌগিক স্বর কাকে বলে?---পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়এরূপে একসঙ্গে উচ্চারিত দুটো মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর,সন্ধিস্বর,সান্ধ্যক্ষর বা দ্বি-স্বর বলে+=অই(বই),+=অউ(বউ) ।
১২৮বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?----২৫টি
১২৯বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি?----২টি(,) ।
১৩০স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি বা স্পর্শ ব্যঞ্জন কাকে বলে?---- থেকে পর্যন্ত পঁচিশটি ব্যঞ্জনকে স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি বা স্পর্শ ব্যঞ্জন  বলে
১৩১উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জন ধ্বনি গুলোকে প্রথমত কয় ভাগে ভাগ করা যায়?-------দুই(অঘোষ এবং ঘোষ) ।
১৩২অঘোষ ধ্বনি কাকে বলে?---যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না,তাকে বলা হয় অঘোষ ধ্বনি যথা-ক,খ,চ.ছ
১৩৩ঘোষ ধ্বনি কাকে বলে?---যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় ,তাকে বলা হয় ঘোষ ধ্বনি যথা-গ,ঘ,জ,ঝ
১৩৪অল্পপ্রাণ ধ্বনি কাকে বলে?---যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে,তাকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনিযথা-,,,
১৩৫মহাপ্রাণ ধ্বনি কাকে বলে?---যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে,তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনিযথা-,,,
১৩৬উষ্মধ্বনি কাকে বলে?---যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাস যতক্ষণ খুশি রাখা যায়,সে গুলোকে উষ্মধ্বনি/শিশধ্বনি বলে বর্ণগুলোকে বলা হয় উষ্মবর্ণযথা-,,,
১৩৭,,স-এই তিনটি কোন ধ্বনি?---অঘোষ অল্পপ্রাণ ধ্বনি
১৩৮।""-কোন ধ্বনি?----ঘোষ মহাপ্রাণ ধ্বনি
১৩৯।"" এবং "" দুটো বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণ স্থান স্পর্শ উষ্মধ্বনির মাঝামাঝি জন্য এদের বলা হয় অন্তঃস্থ ধ্বনি এবং বর্ণ দুটোকে বলা হয় অন্তঃস্থ বর্ণ
১৪০উচ্চ সম্মুখ স্বরধ্বনির উদাহরণ কোনগুলো?---,
১৪১মধ্যাবস্থিত সম্মুখ স্বরধ্বনি কোনটি?--
১৪১নিম্মাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি কোনটি?--
১৪২পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ কোনগুলো?---,,
১৪৩উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি কোনগুলো?--,
১৪৪কেন্দ্রীয় নিম্মাবস্থিত স্বরধ্বনি এবং বিবৃত ধ্বনি কোনটি?---
১৪৫শব্দে অবস্থানভেদে কয়ভাবে লিখিত হয়?--দুইভাবে (স্বাধীনভাবে,বিলীনভাবে)
১৪৬অমর,অনেক শব্দে ""-কিভাবে ব্যবহৃত হয়েছে?---স্বাধীনভাবে
১৪৭কর,বল শব্দে ""-কিভাবে ব্যবহৃত হয়েছে?--বিলীনভাবে
১৪৮শব্দের -ধ্বনির কয় রকম উচ্চারণ পাওয়া যায়?---দুই(বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ এবং সংবৃত)
১৪৯অমল,অনেক,কত শব্দে ""-এর উচ্চারণ কেমন?---বিবৃত/স্বাভাবিক
১৫০অধীর(ওধীর),অতুল(ওতুল),মন(মোন) প্রভৃতি শব্দে এর উচ্চারণ কেমন?--সংবৃত
১৫১বাংলায় -ধ্বনি কোন স্বর?---বিবৃত স্বর
১৫২-এর উচ্চারণ কেমন হয়?---হ্রস্ব দীর্ঘ দুই রকমই
১৫৩বাংলায় একাক্ষর(Monosyllabic) শব্দে -এর উচ্চারণ কেমন হয়?---দীর্ঘ
১৫৪কাজ শব্দের -এর উচ্চারণ কেমন হয়?---দীর্ঘ
১৫৫কাল শব্দের -এর উচ্চারণ কেমন হয়?--হ্রস্ব
১৫৬বাংলায় সাধারণত হ্রস্ব -ধ্বনি এবং দীর্ঘ -ধ্বনির উচ্চারণে কোনো পার্থক্য দেখা যায় নাএকাক্ষর শব্দের এবং -দুটোই কী হয়?----দীর্ঘবিষ,বিশ,দীন,দিন,শীত
১৫৭বাংলায় এবং ধ্বনির উচ্চারণে তেমন কোনো পার্থক্য দেখা যায় না,- ধ্বনির মতো একাক্ষর শব্দে এবং বহু অক্ষর-বিশিষ্ট শব্দের বদ্ধাক্ষরে বা প্রান্তিক যুক্তাক্ষরে  কেমন হয়?---সামান্য দীর্ঘ হয়যেমন-চুল(দীর্ঘ),চুলা(হ্রস্ব)
১৫৮স্বাধীনভাবে ব্যবহৃত হলে -এর উচ্চারণ কেমন হয়?---রি/রী-এর মতোযেমন-ঋণ(রীন),ঋতু(রীতু) ।
১৫৯ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হলে - এর উচ্চারণ কেমন হয়?----ফলা+-কার এর মতোমাতৃ(মাত্রি),কৃষ্টি(ক্রিষ্টি)
১৬০-ধ্বনির উচ্চারণ কয় রকম?--দুই রকম(সংবৃত,বিবৃত) ।
১৬১পদের অন্তে "" এর উচ্চারণ কেমন হয়?---সংবৃত যেমন---পথে,ঘাটে,দোষে,গুণে,আসে
১৬২তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত -ধ্বনির উচ্চারণ কেমন হয়?--সংবৃতযেমন--দেশ,প্রেম,শেষ
১৬৩একাক্ষর সর্বনাম পদের ""ধ্বনির উচ্চারণ কেমন হয়?--সংবৃতযেমন--কে,সে,যে
১৬৪।"" কিংবা আকারবিহীন যুক্তধ্বনি পরে থাকলে""ধ্বনির উচ্চারণ কেমন হয়?---সংবৃত দেহ,কেহ,কেষ্ট
১৬৫।""/""-কার পরে থাকলে""ধ্বনির উচ্চারণ কেমন হয়?---সংবৃতযথা-দেখি,রেণু,বেলুন
১৬৬।""ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়?---আদিতে
১৬৭ এবং - দুটো স্বরের মিলিত ধ্বনিতে কোন ধ্বনির সৃষ্টি হয়?---
১৬৮বাংলা একাক্ষর শব্দে -কার কেমন হয়?--দীর্ঘ হয়যেমন-গো,জোর,রোগ,ভোর,কোন,বোন
১৬৯-বর্গীয় ধ্বনি (,,,,)- পাঁচটি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণ জিহ্বার গোড়ার দিকে নরম তালুর পশ্চাৎ ভাগ স্পর্শ করে বলে এদেরকে কোন ধ্বনি বলে?--জিহ্বামূলীয় বা কণ্ঠ্য স্পর্শ ধ্বনি
১৭০-বর্গীয় ধ্বনি (,,,,)- পাঁচটি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণ জিহ্বার অগ্রভাগ চ্যাপটাভাবে তালুর সম্মুখ ভাগের সঙ্গে ঘর্ষণ  করে বলে এদেরকে কোন ধ্বনি বলে?--তালব্য স্পর্শধ্বনি
১৭১-বর্গীয় ধ্বনি(,,,,)-এ পাঁচটি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণে জিহ্বার অগ্রভাগ কিঞ্চিৎ উল্টিয়ে ওপরের মাড়ির গোড়ার শক্ত অংশকে স্পর্শ করে এ গুলোর উচ্চারণে জিহ্বা উল্টা হয় বলে এদেরকে কোন ধ্বনি বলে?-----দন্তমূলীয় প্রতিবেষ্টিত ধ্বনি
১৭২।(,,,,)-বর্ণগুলো ওপরের মাড়ির গোড়ার শক্ত অংশ/ মূর্ধায় স্পর্শ করে উচ্চারিত হয় বলে এদেরকে কোন ধ্বনি বলা হয়?---মূর্ধন্য ধ্বনি
১৭৩-বর্গীয় ধ্বনি(,,,,)-এ পাঁচটি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণে জিহ্বা সম্মুখে প্রসারিত হয় এবং অগ্রভাগ  ওপরের দাঁতের পাটির গোড়ার দিকে স্পর্শ করে এদেরকে কোন ধ্বনি বলে?---দন্ত ধ্বনি
১৭৪-বর্গীয় ধ্বনি(,,,,)-এ পাঁচটি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণে ওষ্ঠের সঙ্গে অধরের স্পর্শ ঘটেএদেরকে কোন ধ্বনি বলে?---ওষ্ঠ্যধ্বনি বলে                 
 ১৭৫কোন ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না?---অল্পপ্রাণ ধ্বনি
 ১৭৬কোন ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয়?---মহাপ্রাণ ধ্বনি
১৭৭কোন ধ্বনির উচ্চারণ গাম্ভীর্যহীন মৃদু হয়?---অঘোষ ধ্বনি =২০১৯
১৭৮স্পর্শ/উষ্ম ধ্বনির অন্তরে/মাঝে কোন ধ্বনি বা বর্ণ আছে?---অন্তঃস্থ ধ্বনি/বর্ণ(,,,)
১৭৯-বর্ণে দ্যোতিত ধ্বনি সাধারণত সম্মুখ তালু স্পর্শ করে উচ্চারিতএজন্য ধ্বনিটিকে কোন ধ্বনি বলে?---তালব্য ধ্বনি
১৮০-বর্ণে দ্যোতিত ধ্বনি জিহ্বার অগ্রভাগকে কম্পিত করে এবং তদ্বারা দন্তমূলকে একাধিকবার দ্রুত আঘাত করে উচ্চারিত হয় জিহ্বাগ্রকে কম্পিত করে বলে এ ধ্বনিকে কোন ধ্বনি বলা হয়?---কম্পনজাত ধ্বনি
১৮১-বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণে জিহ্বার অগ্রভাগকে মুখের মাঝামাঝি দন্তমূলে ঠেকিয়ে রেখে জিহ্বার দুই পাশ দিয়ে মুখবিবর থেকে বায়ু বের হয় এজন্য ধ্বনিটিকে কোন ধ্বনি বলে?---পার্শ্বিক ধ্বনি
১৮২অন্তঃস্থ- কে বাংলা বর্ণমালা থেকে বাদ দেওয়া হয়েছে কেন?---কারণ আকৃতি উচ্চারণ অভিন্ন বলে
১৮৩কোন ধ্বনি উচ্চারনে বাতাস মুখবিবরে কোথাও বাধা না পেয়ে ঘর্ষণপ্রাপ্ত হয় এবং শিশ দেওয়ার সঙ্গে সাদৃশ্য রয়েছে?---উষ্ম/শিশ ধ্বনি(,,,) ।
১৮৪উষ্মঘোষ ধ্বনি কোনটি?---
১৮৫বিসর্গ()-----উচ্চারনে প্রাপ্ত ধ্বনি ।---অঘোষ-
১৮৬বাংলায় একমাত্র বিস্ময়াদি প্রকাশক অব্যয়েই কোন ধ্বনি শোনা যায়?---বিসর্গের ধ্বনি
১৮৭সাধারণত বাংলায় শব্দের অন্তে বিসর্গ প্রায়ই কী হয়?--অনুচ্চারিত থাকে(ফলতঃ)-ফলত
১৮৮পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন কী হয়?---দ্বিত্ব হয়(দুঃখ)=(দুখখ) ।
১৮৯ -বর্ণে দ্যোতিত ধ্বনি জিহ্বার অগ্রভাগের তলদেশ দ্বারা অর্থাৎ উল্টো পিঠের দ্বারা ওপারের দন্তমূলে দ্রুত আঘাত বা তাড়না করে উচ্চারিত হয় এদেরকে কোন ধ্বনি বলে?---তাড়নাজাত ধ্বনি
১৯০বাংলা ভাষায় সাধারণত কয়ভাবে সংযুক্ত ব্যঞ্জন গঠিত হয়?---তিনভাবে (i)কার (ii)ফলা (iii)ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ সহযোগে
১৯১বাংলায় কার কয়টি?---দশটি
১৯২বাংলায় ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি?---ছয়টি
১৯৩পাক্কা,ছক্কা,চক্কর শব্দগুলোর "ক্ক" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---ক্+
১৯৪রক্ত,শক্ত,ভক্ত শব্দগুলোর "ক্ত" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?----ক্+
১৯৫শিক্ষা,বক্ষ,রক্ষা শব্দগুলোর "ক্ষ" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?----ক্+(ক্+-এর মতো উচ্চারণ ) ।
১৯৬বাক্স-শব্দটিতে"ক্স"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?----ক্+
১৯৭অঙ্ক,কঙ্কাল,লঙ্কা শব্দগুলোর "ঙ্ক" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---+
১৯৮শৃঙ্খলা,শঙ্খ শব্দগুলোর "ঙ্খ" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---+
১৯৯অঙ্গ,মঙ্গল,সঙ্গীত শব্দগুলোর "ঙ্গ" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---+
২০০সঙ্ঘ,লঙ্ঘন শব্দগুলোর "ঙ্ঘ" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---+
২০১উচ্চ,উচ্চারণ,উচ্চকিত শব্দগুলোর "চ্চ" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---+
২০২উচ্ছল,উচ্ছৃল,উচ্ছেদ শব্দগুলোর "চ্ছ" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---+
২০৩উজ্জীবন,উজ্জীবিত শব্দগুলোর "জ্জ" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---জ্+
২০৪কুজ্ঝটিকা শব্দটিতে"জ্ঝ"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?----+
২০৫জ্ঞান,সংজ্ঞা,বিজ্ঞান শব্দগুলোর "জ্ঞ" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---জ্+(উচ্চারণ গগ্যঁ এর মতো) ।
২০৬অঞ্চল,সঞ্চয়,পঞ্চম শব্দগুলোর ঞ্চ কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?----ঞ্+
২০৭বাঞ্ছিত,বাঞ্ছনীয়,বাঞ্ছা শব্দগুলোর ঞ্ছ কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?----ঞ্+
২০৮গঞ্জ,রঞ্জন,কুঞ্জ শব্দগুলোর ঞ্জ কোন বর্ণদ্বয়ের সম্বয়ে ঘটেছে?---ঞ্+
২০৯ঝঞ্ঝা,ঝঞ্ঝাট শব্দগুলোর "ঞ্ঝ"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?-----ঞ্+
২১০অট্টালিকা,চট্টপাধ্যায়,চট্টগ্রাম শব্দগুলোর "ট্ট"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?----- ট্+
২১১গড্ডালিকা,উড্ডীন,উড্ডয়ন শব্দগুলোর "ড্ড"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?-----ড্+
২১২ঘণ্টা,বণ্টন শব্দগুলোর "ণ্ট"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?-----ণ্+
২১৩উত্তম,বিত্ত,চিত্ত শব্দগুলোর "ত্ত"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?-----ত্+
২১৪উত্থান,উত্থিত,অভ্যুত্থান শব্দগুলোর "ত্থ"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?-----ত্+
২১৫উদ্দাম,উদ্দীপক,উদ্দেশ্য শব্দগুলোর "দ্দ"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?----দ্+
২১৬উদ্ধত,উদ্ধৃত,পদ্ধতি শব্দগুলোর "দ্ধ"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?----দ্+
২১৭উদ্ভব,উদ্ভট,উদ্ভিত শব্দগুলোর "দ্ভ"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?----দ্+
২১৮অন্ত,দন্ত,কান্ত শব্দগুলোর "ন্ত"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---ন্+
২১৯আনন্দ,সন্দেশ,বন্দী শব্দগুলোর "ন্দ"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---ন্+
২২০বন্ধন,রন্ধন,সন্ধান শব্দগুলোর "ন্ধ"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---ন্+
২২১অন্ন,ছিন্ন,ভিন্ন শব্দগুলোর "ন্ন"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?--ন্+
২২২জন্ম,আজন্ম শব্দগুলোর "ন্ম"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?--ন্+
২২৩রপ্ত,ব্যাপ্ত,লিপ্ত শব্দগুলোর "প্ত"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---প্+
২২৪পাপ্পা,পাপ্পু,ধাপ্পা শব্দগুলোর "প্প"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---প্+
২২৫লিপ্সা,অভীপ্সা শব্দগুলোর "প্স"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---প্+
২২৬অব্দ,জব্দ,শব্দ শব্দগুলোর "ব্দ"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---ব্+
২২৭উল্কা,বল্কল শব্দগুলোর "ল্ক"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---ল্+
২২৮ফাল্গুন শব্দটিতে "ল্গ" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?----ল্+
২২৯উল্টা শব্দটিতে "ল্ট" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?----ল্+
২৩০শুষ্ক,পরিষ্কার,বহিষ্কার শব্দগুলোর "ষ্ক"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---ষ্+
২৩১স্কুল,স্কন্ধ শব্দগুলোর "স্ক"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---স্+
২৩২স্খলন শব্দটিতে "স্খ" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?----স্+
২৩৩আগস্ট,স্টেশন শব্দগুলোর "স্ট"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---স্+
২৩৪অস্ত,সস্তা,স্তব্ধ শব্দগুলোর "স্ত"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---স্+
২৩৫স্পষ্ট,স্পন্দন,স্পর্ধা শব্দগুলোর "স্প"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---স্+
২৩৬স্ফটিক,প্রস্ফুটিত শব্দগুলোর "স্ফ"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---স্+
২৩৭ব্রহ্ম,ব্রাহ্মণ শব্দগুলোর "হ্ম"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?---হ্+

No comments

Powered by Blogger.