ধ্বনিতত্ত্ব বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ
ধ্বনিতত্ত্ব
বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ
৯২।কোনো ভাষার বাক্
প্রবাহকে
সূক্ষ্মভাবে বিশ্লষণ
করলে
কী পাওয়া যায়?--মৌলিক
ধ্বনি(Sound)৯৩।বাংলা ভাষার
মৌলিক
ধ্বনিগুলোকে প্রধান
কয় ভাগে ভাগ করা যায়?----দুই ভাগে(স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি) ।
৯৪।স্বরধ্বনি কাকে বলে?----যে
সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস-তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও কোনো প্রকার
বাধা পায় না,তাদেরকে বলা হয় স্বরধ্বনি (Vowel sound) যেমন-অ,আ,ই,ঈ,উ,
৯৫।ব্যঞ্জনধ্বনি কাকে বলে?----যে
সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস-তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও না কোথাও
কোনো প্রকার বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে,তাদেরকে বলা হয় ব্যঞ্জনধ্বনি(Consonant
sound) যেমন-ক,চ,ট,ত,প,
৯৬।ধ্বনি নির্দেশক চিহ্নকে
কী বলে?-----বর্ণ (Letter)
৯৭।স্বরবর্ণ কাকে বলে?------স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক
চিহ্নকে বলা হয় স্বরবর্ণ ।
৯৮।ব্যঞ্জনবর্ণ কাকে বলে?----ব্যঞ্জনধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জনবর্ণ
৯৯।বর্ণমালা কাকে বলে?---যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণসমষ্টিকে
সেই ভাষার বর্ণমালা(Alphabet)বলা হয় ।
১০০।বঙ্গলিপি কাকে বলে?---যে বর্ণমালায় বাংলা ভাষা লিখিত হয়,তাকে
বলা হয় বঙ্গলিপি ।
১০১।হলন্ত বা হসন্ত বর্ণ কাকে বলে?----স্বরধ্বনি সংযুক্ত না হলে অর্থাৎ
উচ্চারিত ব্যঞ্জনধ্বনির প্রতীক বা বর্ণের নিচে "হস বা হল" চিহ্ন দিয়ে লিখিত
হয় ।
এরূপ বর্ণকে বলা হয় "হলন্ত বা হসন্ত"।
১০২।বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ রয়েছে?----৫০টি ।
১০৩।কয়টি স্বরবর্ণ রয়েছে?-----১১টি ।
১০৪।ব্যঞ্জনবর্ণ কয়টি?----৩৯টি ।
১০৫।দ্বিস্বর বা যুগ্ম স্বরধ্বনির প্রতীক কয়টি?-------দুটি(ঐ,ঔ) ।
১০৬।স্বরবর্ণের এবং কতগুলো ব্যঞ্জনবর্ণের কয়টি রূপ আছে?-----দুটি ।
১০৭।স্বরবর্ণ যখন নিরপেক্ষ বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়,অর্থাৎ কোন বর্ণের
সঙ্গে যুক্ত হয় না, তখন এর পূর্ণরূপ লেখা হয় । একে কী বলা হয়?----প্রাথমিক বা পূর্ণরূপ ।অ,আ,ই,ঈ,উ,ঊ,ঋ,এ,ঐ,ও,ঔ,
১০৮।স্বরবর্ণের প্রাথমিক বা পূর্ণরূপ শব্দের কোথায় বসে?--আদি,মধ্য,অন্তে
।
১০৯।স্বরধ্বনি যখন ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়,তখন সে স্বরধ্বনির
বর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয় । স্বরবর্ণের এ সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?---সংক্ষিপ্ত
স্বর বা কার ।
১১০।কোন স্বরবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ বা কার নেই?---অ-এর ।
১১১।ব্যঞ্জনবর্ণের পরে যুক্ত হয় কোনগুলো?---আ-কার(া),ঈ-কার(ী)
১১২।ব্যঞ্জনবর্ণের পূর্বে যুক্ত হয় কোনগুলো?--ই-কার(ি)এ-কার(ে),ঐ-কার(ৈ)
১১৩।ব্যঞ্জনবর্ণের নিচে যুক্ত হয় কোনগুলো?-----উ-কার(ু),ঊ-কার(ূ),ঋ-কার(ৃ)
১১৪।ব্যঞ্জনবর্ণের পূর্বে ও পরে যুক্ত হয় কোনগুলো?----ও-কার(ো),ঔ-কার(ৌ)
১১৫।ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?-----"ফলা" ।
১১৬।কার নাম অনুসারে ফলার নামকরন করা হয়?----যে বঞ্জনটি যুক্ত হয় তার
নাম অনুসারে
১১৭।র-ফলা ব্যঞ্জনবর্ণের পরে হলে কোথায় লিখতে হয়?----নিচে(ম্র) ।
১১৮।র-ফলা ব্যঞ্জনবর্ণের আগে উচ্চারিত হলে কোথায় লিখতে হয়?----উপরে(র্ম)
।
১১৯।ক থেকে ম পর্যন্ত পঁচিশটি স্পর্শধ্বনি(Plosive)কে উচ্চারণ স্থানের
দিক দিয়ে কয়টি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়েছে?----পাঁচটি ।
১২০।বর্গগুলোর নামকরণ করা হয়েছে কিভাবে?-----বর্গের প্রথম বর্ণের নম অনুসারে
।
১২১।ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে
মুখবিবরে
উচ্চারনের মূল উপকরণ বা উচ্চারক
কোনগুলো?--জিহ্বা ও ওষ্ঠ ।
১২২।উচ্চারণের স্থানের নাম অনুসারে
ব্যঞ্জনধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?-------পাঁচ ভাগে ১.কণ্ঠ্য বা জিহ্বামূলীয় ২.তালব্য বা অগ্রতালুজাত,৩.মূর্ধন্য
বা পশ্চাৎ দন্তমূলীয়,৪.দন্ত্য বা অগ্র দন্তমূলীয় এবং ৫.ওষ্ঠ্য
১২৩।পরাশ্রয়ী বর্ণ কাকে
বলে?----যে বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ
হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না । এ বর্ণ দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত
হয় ।তাই
এ বর্ণগুলোকে পরাশ্রয়ী বর্ণ বলে (ং,ঃ,ঁ,)
১২৪।অনুনাসিক বা নাসিক্য
ধ্বনি
কাকে
বলে?---যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস নিঃসৃত
বায়ু মুখবিবর ছাড়াও নাসারন্ধ্র দিয়ে বের হয় । অর্থাৎ এগুলোর উচ্চারণে নাসিকার সাহায্য প্রয়োজন হয় । তাই এগুলোকে বলে অনুনাসিক বা নাসিক্য ধ্বনি
।
১২৫।অনুনাসিক বা নাসিক্য বর্ণ কোনগুলো?----ঙ,ঞ,ণ,ন,ম,ং,ঃ,ঁ
১২৬।একটিমাত্র ধ্বনিবিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময়
কী হয়?----দীর্ঘ হয় । দিন,তিল,পুর
১২৭।যৌগিক স্বর কাকে
বলে?---পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে
দ্রুত
উচ্চারণের সময় তা একটি সংযুক্ত
স্বরধ্বনি রূপে
উচ্চারিত
হয় । এরূপে একসঙ্গে উচ্চারিত
দুটো
মিলিত
স্বরধ্বনিকে যৌগিক
স্বর,সন্ধিস্বর,সান্ধ্যক্ষর বা দ্বি-স্বর
বলে । অ+ই=অই(বই),অ+উ=অউ(বউ) ।
১২৮।বাংলা ভাষায় যৌগিক
স্বরধ্বনির সংখ্যা
কয়টি?----২৫টি ।
১২৯।বাংলা বর্ণমালায় যৌগিক
স্বরজ্ঞাপক বর্ণ
কয়টি?----২টি(ঐ,ঔ) ।
১৩০।স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি বা স্পর্শ ব্যঞ্জন কাকে
বলে?----ক থেকে ম পর্যন্ত এ পঁচিশটি
ব্যঞ্জনকে স্পৃষ্ট
ব্যঞ্জনধ্বনি বা স্পর্শ ব্যঞ্জন বলে ।
১৩১।উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী
স্পর্শ
ব্যঞ্জন
ধ্বনি
গুলোকে
প্রথমত
কয় ভাগে ভাগ করা যায়?-------দুই(অঘোষ
এবং ঘোষ) ।
১৩২।অঘোষ ধ্বনি কাকে বলে?---যে ধ্বনি
উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না,তাকে বলা হয় অঘোষ ধ্বনি ।যথা-ক,খ,চ.ছ
১৩৩।ঘোষ ধ্বনি কাকে বলে?---যে ধ্বনি
উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় ,তাকে
বলা হয় ঘোষ
ধ্বনি ।যথা-গ,ঘ,জ,ঝ
১৩৪।অল্পপ্রাণ ধ্বনি কাকে বলে?---যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে,তাকে বলা
হয় অল্পপ্রাণ ধ্বনি ।যথা-ক,গ,চ,জ
১৩৫।মহাপ্রাণ ধ্বনি কাকে
বলে?---যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে,তাকে বলা
হয় মহাপ্রাণ ধ্বনি ।যথা-খ,ঘ,ছ,ঝ ।
১৩৬।উষ্মধ্বনি কাকে বলে?---যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাস যতক্ষণ খুশি
রাখা
যায়,সে গুলোকে উষ্মধ্বনি/শিশধ্বনি
বলে ।এ বর্ণগুলোকে বলা হয় উষ্মবর্ণ ।যথা-শ,ষ,স,হ
১৩৭।শ,ষ,স-এই তিনটি কোন ধ্বনি?---অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ।
১৩৮।"হ"-কোন ধ্বনি?----ঘোষ মহাপ্রাণ ধ্বনি ।
১৩৯।"য" এবং "ব" এ দুটো বর্ণে
দ্যোতিত
ধ্বনির
উচ্চারণ
স্থান
স্পর্শ
ও উষ্মধ্বনির মাঝামাঝি । এ জন্য
এদের
বলা হয় অন্তঃস্থ ধ্বনি
এবং বর্ণ দুটোকে বলা হয় অন্তঃস্থ বর্ণ
।
১৪০।উচ্চ সম্মুখ স্বরধ্বনির উদাহরণ
কোনগুলো?---ই,ঈ
১৪১।মধ্যাবস্থিত সম্মুখ স্বরধ্বনি কোনটি?--এ
১৪১।নিম্মাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি কোনটি?--অ
১৪২।পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ
কোনগুলো?---উ,ঊ,অ
১৪৩।উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি কোনগুলো?--উ,ঊ
১৪৪।কেন্দ্রীয় নিম্মাবস্থিত স্বরধ্বনি এবং বিবৃত ধ্বনি
কোনটি?---আ
১৪৫।শব্দে অবস্থানভেদে অ কয়ভাবে লিখিত হয়?--দুইভাবে (স্বাধীনভাবে,বিলীনভাবে)
১৪৬।অমর,অনেক শব্দে
"অ"-কিভাবে ব্যবহৃত হয়েছে?---স্বাধীনভাবে ।
১৪৭।কর,বল
শব্দে "অ"-কিভাবে
ব্যবহৃত
হয়েছে?--বিলীনভাবে ।
১৪৮।শব্দের অ-ধ্বনির
কয় রকম উচ্চারণ পাওয়া
যায়?---দুই(বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ এবং সংবৃত)
১৪৯।অমল,অনেক,কত শব্দে "অ"-এর উচ্চারণ কেমন?---বিবৃত/স্বাভাবিক ।
১৫০।অধীর(ওধীর),অতুল(ওতুল),মন(মোন) প্রভৃতি শব্দে অ এর উচ্চারণ কেমন?--সংবৃত ।
১৫১।বাংলায় আ-ধ্বনি
কোন স্বর?---বিবৃত স্বর
।
১৫২।আ-এর উচ্চারণ
কেমন
হয়?---হ্রস্ব ও দীর্ঘ
দুই রকমই ।
১৫৩।বাংলায় একাক্ষর(Monosyllabic) শব্দে আ-এর উচ্চারণ কেমন
হয়?---দীর্ঘ ।
১৫৪।কাজ শব্দের আ-এর উচ্চারণ কেমন
হয়?---দীর্ঘ ।
১৫৫।কাল শব্দের আ-এর উচ্চারণ কেমন
হয়?--হ্রস্ব ।
১৫৬।বাংলায় সাধারণত হ্রস্ব
ই-ধ্বনি এবং দীর্ঘ
ঈ-ধ্বনির উচ্চারণে কোনো
পার্থক্য
দেখা
যায় না । একাক্ষর শব্দের
ই এবং ঈ-দুটোই
কী হয়?----দীর্ঘ । বিষ,বিশ,দীন,দিন,শীত
১৫৭।বাংলায় উ এবং ঊ ধ্বনির উচ্চারণে
তেমন
কোনো
পার্থক্য
দেখা
যায় না । ই,ঈ- ধ্বনির মতো একাক্ষর
শব্দে
এবং বহু অক্ষর-বিশিষ্ট
শব্দের
বদ্ধাক্ষরে বা প্রান্তিক যুক্তাক্ষরে কেমন হয়?---সামান্য দীর্ঘ হয় ।যেমন-চুল(দীর্ঘ),চুলা(হ্রস্ব)
১৫৮।স্বাধীনভাবে ব্যবহৃত হলে ঋ-এর উচ্চারণ কেমন
হয়?---রি/রী-এর মতো । যেমন-ঋণ(রীন),ঋতু(রীতু)
।
১৫৯।ব্যঞ্জন ধ্বনির সঙ্গে
যুক্ত
হলে ঋ- এর উচ্চারণ
কেমন
হয়?---র-ফলা+ই-কার এর মতো । মাতৃ(মাত্রি),কৃষ্টি(ক্রিষ্টি)
১৬০।এ-ধ্বনির উচ্চারণ
কয় রকম?--দুই রকম(সংবৃত,বিবৃত) ।
১৬১।পদের অন্তে "এ" এর উচ্চারণ কেমন
হয়?---সংবৃত । যেমন---পথে,ঘাটে,দোষে,গুণে,আসে
১৬২।তৎসম শব্দের প্রথমে
ব্যঞ্জনধ্বনির সঙ্গে
যুক্ত
এ-ধ্বনির উচ্চারণ কেমন
হয়?--সংবৃত ।যেমন--দেশ,প্রেম,শেষ
১৬৩।একাক্ষর সর্বনাম পদের
"এ"ধ্বনির উচ্চারণ কেমন
হয়?--সংবৃত ।যেমন--কে,সে,যে
১৬৪।"হ" কিংবা আকারবিহীন যুক্তধ্বনি পরে থাকলে"এ"ধ্বনির
উচ্চারণ
কেমন
হয়?---সংবৃত । দেহ,কেহ,কেষ্ট
১৬৫।"ই"/"উ"-কার পরে থাকলে"এ"ধ্বনির উচ্চারণ কেমন
হয়?---সংবৃত । যথা-দেখি,রেণু,বেলুন
১৬৬।"এ"ধ্বনির বিবৃত
উচ্চারণ
কেবল
শব্দের
কোন অংশে পাওয়া যায়?---আদিতে ।
১৬৭।অ এবং ই-এ দুটো স্বরের
মিলিত
ধ্বনিতে
কোন ধ্বনির সৃষ্টি হয়?---ঐ ।
১৬৮।বাংলা একাক্ষর শব্দে
ও-কার কেমন হয়?--দীর্ঘ হয় । যেমন-গো,জোর,রোগ,ভোর,কোন,বোন
১৬৯।ক-বর্গীয় ধ্বনি
(ক,খ,গ,ঘ,ঙ)-এ পাঁচটি
বর্ণে
দ্যোতিত
ধ্বনির
উচ্চারণ
জিহ্বার
গোড়ার
দিকে
নরম তালুর পশ্চাৎ ভাগ স্পর্শ করে বলে এদেরকে কোন ধ্বনি
বলে?--জিহ্বামূলীয় বা কণ্ঠ্য স্পর্শ
ধ্বনি
।
১৭০।চ-বর্গীয় ধ্বনি
(চ,ছ,জ,ঝ,ঞ)-এ পাঁচটি
বর্ণে
দ্যোতিত
ধ্বনির
উচ্চারণ
জিহ্বার
অগ্রভাগ
চ্যাপটাভাবে তালুর
সম্মুখ
ভাগের
সঙ্গে
ঘর্ষণ করে বলে এদেরকে কোন ধ্বনি
বলে?--তালব্য স্পর্শধ্বনি ।
১৭১।ট-বর্গীয় ধ্বনি(ট,ঠ,ড,ঢ,ণ)-এ পাঁচটি বর্ণে দ্যোতিত
ধ্বনির
উচ্চারণে
জিহ্বার
অগ্রভাগ কিঞ্চিৎ উল্টিয়ে ওপরের মাড়ির গোড়ার
শক্ত অংশকে স্পর্শ করে ।এ
গুলোর উচ্চারণে জিহ্বা উল্টা হয় বলে এদেরকে কোন ধ্বনি বলে?-----দন্তমূলীয় প্রতিবেষ্টিত
ধ্বনি ।
১৭২।(ট,ঠ,ড,ঢ,ণ)-বর্ণগুলো ওপরের মাড়ির গোড়ার শক্ত অংশ/ মূর্ধায়
স্পর্শ করে উচ্চারিত হয় বলে এদেরকে কোন ধ্বনি বলা হয়?---মূর্ধন্য ধ্বনি ।
১৭৩।ত-বর্গীয় ধ্বনি(ত,থ,দ,ধ,ন)-এ পাঁচটি বর্ণে দ্যোতিত
ধ্বনির
উচ্চারণে
জিহ্বা সম্মুখে প্রসারিত হয় এবং অগ্রভাগ ওপরের দাঁতের পাটির গোড়ার দিকে স্পর্শ করে ।এদেরকে কোন ধ্বনি বলে?---দন্ত ধ্বনি ।
১৭৪।প-বর্গীয় ধ্বনি(প,ফ,ব,ভ,ম)-এ পাঁচটি বর্ণে দ্যোতিত
ধ্বনির
উচ্চারণে
ওষ্ঠের
সঙ্গে
অধরের
স্পর্শ
ঘটে । এদেরকে কোন ধ্বনি বলে?---ওষ্ঠ্যধ্বনি বলে ।
১৭৫।কোন ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত
হয় না?---অল্পপ্রাণ ধ্বনি
১৭৬।কোন ধ্বনি
উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত
হয়?---মহাপ্রাণ ধ্বনি
১৭৭।কোন ধ্বনির উচ্চারণ
গাম্ভীর্যহীন ও মৃদু হয়?---অঘোষ
ধ্বনি
=২০১৯
১৭৮।স্পর্শ/উষ্ম ধ্বনির
অন্তরে/মাঝে কোন ধ্বনি
বা বর্ণ আছে?---অন্তঃস্থ
ধ্বনি/বর্ণ(য,র,ল,ব)
১৭৯।য-বর্ণে দ্যোতিত
ধ্বনি
সাধারণত
সম্মুখ
তালু
স্পর্শ
করে উচ্চারিত । এজন্য এ ধ্বনিটিকে কোন ধ্বনি বলে?---তালব্য ধ্বনি
১৮০।র-বর্ণে দ্যোতিত
ধ্বনি জিহ্বার অগ্রভাগকে কম্পিত করে এবং
তদ্বারা দন্তমূলকে একাধিকবার দ্রুত আঘাত করে উচ্চারিত হয় । জিহ্বাগ্রকে কম্পিত করে বলে এ ধ্বনিকে কোন
ধ্বনি বলা হয়?---কম্পনজাত ধ্বনি
১৮১।ল-বর্ণে দ্যোতিত
ধ্বনি উচ্চারণে জিহ্বার অগ্রভাগকে মুখের
মাঝামাঝি দন্তমূলে ঠেকিয়ে রেখে জিহ্বার দুই পাশ দিয়ে মুখবিবর থেকে বায়ু বের হয় ।এজন্য
এ ধ্বনিটিকে কোন ধ্বনি
বলে?---পার্শ্বিক ধ্বনি
১৮২।অন্তঃস্থ-ব কে বাংলা বর্ণমালা থেকে
বাদ দেওয়া হয়েছে কেন?---কারণ আকৃতি ও উচ্চারণ অভিন্ন বলে ।
১৮৩।কোন ধ্বনি উচ্চারনে
বাতাস
মুখবিবরে
কোথাও
বাধা
না পেয়ে ঘর্ষণপ্রাপ্ত হয় এবং শিশ দেওয়ার
সঙ্গে
সাদৃশ্য
রয়েছে?---উষ্ম/শিশ ধ্বনি(শ,ষ,স,হ) ।
১৮৪।উষ্মঘোষ ধ্বনি কোনটি?---হ ।
১৮৫।বিসর্গ(ঃ)-----উচ্চারনে
প্রাপ্ত
ধ্বনি
।---অঘোষ-হ ।
১৮৬।বাংলায় একমাত্র বিস্ময়াদি প্রকাশক
অব্যয়েই
কোন ধ্বনি শোনা যায়?---বিসর্গের ধ্বনি
।
১৮৭।সাধারণত বাংলায় শব্দের
অন্তে
বিসর্গ
প্রায়ই
কী হয়?--অনুচ্চারিত থাকে(ফলতঃ)-ফলত
।
১৮৮।পদের মধ্যে বিসর্গ
থাকলে
পরবর্তী
ব্যঞ্জন
কী হয়?---দ্বিত্ব হয়(দুঃখ)=(দুখখ) ।
১৮৯।ড় ও ঢ়-বর্ণে দ্যোতিত ধ্বনি জিহ্বার অগ্রভাগের তলদেশ দ্বারা অর্থাৎ
উল্টো পিঠের দ্বারা ওপারের দন্তমূলে দ্রুত আঘাত বা তাড়না করে উচ্চারিত হয় । এদেরকে কোন ধ্বনি বলে?---তাড়নাজাত ধ্বনি
।
১৯০।বাংলা ভাষায় সাধারণত
কয়ভাবে
সংযুক্ত
ব্যঞ্জন
গঠিত
হয়?---তিনভাবে (i)কার
(ii)ফলা
(iii)ব্যঞ্জনবর্ণের সঙ্গে
ব্যঞ্জন
বর্ণ
সহযোগে ।
১৯১।বাংলায় কার কয়টি?---দশটি ।
১৯২।বাংলায় ব্যঞ্জন বর্ণের
ফলা কয়টি?---ছয়টি
।
১৯৩।পাক্কা,ছক্কা,চক্কর
শব্দগুলোর "ক্ক" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---ক্+ক
।
১৯৪।রক্ত,শক্ত,ভক্ত
শব্দগুলোর "ক্ত" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?----ক্+ত
।
১৯৫।শিক্ষা,বক্ষ,রক্ষা
শব্দগুলোর "ক্ষ" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?----ক্+ষ(ক্+খ-এর মতো উচ্চারণ ) ।
১৯৬।বাক্স-শব্দটিতে"ক্স"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?----ক্+স ।
১৯৭।অঙ্ক,কঙ্কাল,লঙ্কা
শব্দগুলোর "ঙ্ক" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---ঙ+ক ।
১৯৮।শৃঙ্খলা,শঙ্খ শব্দগুলোর "ঙ্খ" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---ঙ+খ ।
১৯৯।অঙ্গ,মঙ্গল,সঙ্গীত
শব্দগুলোর "ঙ্গ" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---ঙ+গ ।
২০০।সঙ্ঘ,লঙ্ঘন শব্দগুলোর "ঙ্ঘ" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---ঙ+ঘ ।
২০১।উচ্চ,উচ্চারণ,উচ্চকিত
শব্দগুলোর "চ্চ" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---চ+চ ।
২০২।উচ্ছল,উচ্ছৃল,উচ্ছেদ
শব্দগুলোর "চ্ছ" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---চ+ছ ।
২০৩।উজ্জীবন,উজ্জীবিত শব্দগুলোর "জ্জ" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---জ্+জ ।
২০৪।কুজ্ঝটিকা শব্দটিতে"জ্ঝ"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?----জ+ঝ ।
২০৫।জ্ঞান,সংজ্ঞা,বিজ্ঞান
শব্দগুলোর "জ্ঞ" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---জ্+ঞ(উচ্চারণ
গগ্যঁ
এর মতো) ।
২০৬।অঞ্চল,সঞ্চয়,পঞ্চম
শব্দগুলোর ঞ্চ কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?----ঞ্+চ ।
২০৭।বাঞ্ছিত,বাঞ্ছনীয়,বাঞ্ছা
শব্দগুলোর ঞ্ছ কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?----ঞ্+ছ ।
২০৮।গঞ্জ,রঞ্জন,কুঞ্জ
শব্দগুলোর ঞ্জ কোন বর্ণদ্বয়ের সম্বয়ে
ঘটেছে?---ঞ্+জ ।
২০৯।ঝঞ্ঝা,ঝঞ্ঝাট শব্দগুলোর "ঞ্ঝ"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?-----ঞ্+ঝ ।
২১০।অট্টালিকা,চট্টপাধ্যায়,চট্টগ্রাম শব্দগুলোর "ট্ট"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?-----
ট্+ট ।
২১১।গড্ডালিকা,উড্ডীন,উড্ডয়ন শব্দগুলোর "ড্ড"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?-----ড্+ড
।
২১২।ঘণ্টা,বণ্টন শব্দগুলোর "ণ্ট"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?-----ণ্+ট
।
২১৩।উত্তম,বিত্ত,চিত্ত
শব্দগুলোর "ত্ত"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?-----ত্+ত
।
২১৪।উত্থান,উত্থিত,অভ্যুত্থান শব্দগুলোর "ত্থ"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?-----ত্+থ
।
২১৫।উদ্দাম,উদ্দীপক,উদ্দেশ্য
শব্দগুলোর "দ্দ"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?----দ্+দ
।
২১৬।উদ্ধত,উদ্ধৃত,পদ্ধতি
শব্দগুলোর "দ্ধ"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?----দ্+ধ ।
২১৭।উদ্ভব,উদ্ভট,উদ্ভিত
শব্দগুলোর "দ্ভ"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?----দ্+ভ
।
২১৮।অন্ত,দন্ত,কান্ত
শব্দগুলোর "ন্ত"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---ন্+ত
।
২১৯।আনন্দ,সন্দেশ,বন্দী
শব্দগুলোর "ন্দ"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---ন্+দ
।
২২০।বন্ধন,রন্ধন,সন্ধান
শব্দগুলোর "ন্ধ"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---ন্+ধ
।
২২১।অন্ন,ছিন্ন,ভিন্ন
শব্দগুলোর "ন্ন"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?--ন্+ন
।
২২২।জন্ম,আজন্ম শব্দগুলোর "ন্ম"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?--ন্+ম
।
২২৩।রপ্ত,ব্যাপ্ত,লিপ্ত
শব্দগুলোর "প্ত"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---প্+ত
।
২২৪।পাপ্পা,পাপ্পু,ধাপ্পা
শব্দগুলোর "প্প"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---প্+প
।
২২৫।লিপ্সা,অভীপ্সা শব্দগুলোর "প্স"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---প্+স
।
২২৬।অব্দ,জব্দ,শব্দ
শব্দগুলোর "ব্দ"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---ব্+দ
।
২২৭।উল্কা,বল্কল শব্দগুলোর "ল্ক"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---ল্+ক
।
২২৮।ফাল্গুন শব্দটিতে
"ল্গ" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?----ল্+গ ।
২২৯।উল্টা শব্দটিতে
"ল্ট" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?----ল্+ট ।
২৩০।শুষ্ক,পরিষ্কার,বহিষ্কার
শব্দগুলোর "ষ্ক"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---ষ্+ক
।
২৩১।স্কুল,স্কন্ধ শব্দগুলোর "স্ক"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---স্+ক
।
২৩২।স্খলন শব্দটিতে
"স্খ" কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?----স্+খ ।
২৩৩।আগস্ট,স্টেশন শব্দগুলোর "স্ট"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---স্+ট
।
২৩৪।অস্ত,সস্তা,স্তব্ধ
শব্দগুলোর "স্ত"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---স্+ত
।
২৩৫।স্পষ্ট,স্পন্দন,স্পর্ধা
শব্দগুলোর "স্প"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---স্+প
।
২৩৬।স্ফটিক,প্রস্ফুটিত শব্দগুলোর "স্ফ"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---স্+ফ
।
২৩৭।ব্রহ্ম,ব্রাহ্মণ শব্দগুলোর "হ্ম"কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে
ঘটেছে?---হ্+ম
।
No comments