Header Ads

তোমার এলাকার ডেঙ্গুজ্বর প্রতিরোধের আবেদন জানিয়ে পৌরসভার চেয়ারম্যানের কাছে একটি দরখাস্ত লেখ।



তোমার এলাকার ডেঙ্গুজ্বর প্রতিরোধের আবেদন জানিয়ে পৌরসভার চেয়ারম্যানের কাছে একটি দরখাস্ত লেখ
বরাবর
চেয়ারম্যান,
কুমিল্লা পৌরসভা, কুমিল্লা।
বিষয় : ডেঙ্গুজ্বর প্রতিরোধের আবেদন
জনাব,
সবিনয় নিবেদন এই যে, কুমিল্লা পৌরসভার জনগণের মাঝে বর্তমানে ডেঙ্গু জ্বরের আতঙ্ক বিরাজ করছে। কেউ কেউ ইতোমধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। পত্রপত্রিকার মারফত ডেঙ্গু জ্বরের ভয়াবহতা সম্পর্কে ইতোমধ্যে জনগণ অবহিত হয়েছে। এডিস নামক মশা থেকে রোগ হয়। এডিস মশা পচা ডোবা-নালা, আবর্জনার স্থূপে বাস করে। এমতাবস্থায় জনগণকে ডেঙ্গু জ্বর থেকে বাঁচানোর জন্য এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করা দরকার। ব্যাপারে আপনার সময়োচিত হস্তক্ষেপ আশা করছে সবাই।  
অতএব, মহোদয় সমীপে বিনীত আরজ আমাদের এলাকাবাসীকে ডেঙ্গুজ্বর থেকে রক্ষা করে নিরুদ্বিগ্ন বসবাসের ব্যবস্থা করবেন
বিনীত নিবেদক তারিখ : ১০ মার্চ, ২০19
কুমিল্লা পৌরবাসীর পক্ষে
সাজিদুর রহমান


No comments

Powered by Blogger.