Header Ads

বাংলা সমার্থক শব্দ সকল শ্রেণির জন্য



mgv_©K kã
(1)অন্ধকার - আঁধার, তমসা, তিমির
(2) আকাশ - অম্বর, গগন, নভঃ, ব্যোম
(3) আগুন - অগ্নি, অনল, পাবক, বহ্নি, হুতাশন
(4) ঈশ্বর - আল্লাহ, খোদা, জগদীশ্বর, ধাতা,বিধাতা, ভগবান, সৃষ্টিকর্তা, স্রষ্টা।
(5) কান - কর্ণ, শ্রবণ
(6) চুল- অলক, কুন্তল, কেশ, চিকুর।
(7) চোখ - অক্ষি, চক্ষু, নয়ন, নেত্র, লোচন।
(8) জল - অষ্ণু, জীবন, নীর, পানি, সলিল।
(9) তীর - কূল, তট, সৈকত।
(10) দিন - দিবস, দিবা।
(11) দেবতা - অমর, দেব, সুর।
(12) দেহ। - গাত্র, গা, তনু, শরীর।
(13) ধন - অর্থ, বিত্ত, বিভব, সম্পদ
(14) পৃথিবী - অবনী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, ভূ, মেদিনী।
(15) পর্বত - অচল, অদ্রি, গিরি, পাহাড়, ভূধর, শৈল।
(16) পিতা - আব্বা, জনক, বাবা।।
(17) পুত্র - ছেলে, তনয়, নন্দন, সুত।
(18) মাতা - গর্ভধারিণী, প্রসূতি, মা, জননী।
(19) কোকিলপরভৃত, পিক।
(20) গরু - গো, গাভী, ধেনু।
(21) চাঁদ - চন্দ্র, নিশাকর, বিধু, শশধর, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু।
(22) রাজা - নৃপতি, নরপতি, ভূপতি।
(23) সূর্য - আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা।
(24) সর্গ - দেবলোক, দ্যুলোক, বেহেশত
(25) নদী নারী মৃত্যু- তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী।
(26) নারী- অবলা, কামিনী, মহিলা, স্ত্রীলোক, রমণী।
(27) মৃত্যু - ইন্তেকাল, ইহলীলা-সংবরণ, ইহলোক ত্যাগ, চিরবিদায়, জান্নাতবাসী হওয়া। দেহত্যাগ, পঞ্চত্বপ্রাপ্তি,
 পরলোকগমন, লোকান্তরগমন, শেষ নিঃশ্বাস ত্যাগ, স্বর্গলাভ
(28) সাপ - অহি, আশীবিষ, নাগ, ফণী, ভুজঙ্গ,সর্প।
(29) সমুদ্র - অর্ণব, জলধি, জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু।  
(30) হাত - কর, বাহু, ভুজ, হস্ত


No comments

Powered by Blogger.